বুধবার, ০৫ আগস্ট, ২০২০, ০৩:৫৪:৪৬

'রামমন্দির মা'মলার রায় দেওয়া প্রাক্তন প্রধান বিচারপতি গগৈ করোনা আক্রা'ন্ত নন'

'রামমন্দির মা'মলার রায় দেওয়া প্রাক্তন প্রধান বিচারপতি গগৈ করোনা আক্রা'ন্ত নন'

আন্তর্জাতিক ডেস্ক : অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো শুরুর কয়েক ঘণ্টা আগেই দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের করোনা আক্রা'ন্ত হওয়ার ভুয়া খবর প্রকাশ্যে এল।রঞ্জন গগৈ জানিয়েছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হননি। ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সম্পর্কে গগৈ বলেন, ''না, এটা সত্য নয়, এটি মিথ্যা।''

২০১৯ সালের ৯ নভেম্বর তাঁর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চই রাম মন্দির মা'মলার ঐতিহাসিক রায় দিয়েছিল।প্রধান বিচারপতির পদ থকে অবসর গ্রহণের পর রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ হন রঞ্জন গগৈ। বিরোধীরা গগৈয়ের সাংসদ পদে বসার বিষয়টিকে রাম মন্দির মা'মলার রায় দানের ‘পুরস্কার’ হিসেবে বর্ণনা করেন।

বিষয়টি নিয়ে বিস্তর জলঘো'লা হয়। গত কয়েকদিনে দেশের একের পর এক হেভিওয়েট নেতা-মন্ত্রী করোনা আক্রা'ন্ত হয়েছেন। করোনা আক্রা'ন্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে