বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২০, ১২:০৮:৪৮

কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে লেবাননের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা ইমরান খানের

কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে লেবাননের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে বি'স্ফো'রণে ব্যা'পক প্রা'ণহা'নির ঘ'টনায় শো'ক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার এক টুইট বার্তায় তিনি এ শো'ক প্রকা'শ করেছেন। 

বৈরুতে বড় ধরনের বি'স্ফো'রণে নিহ'ত ও হাজার হাজার মানুষের আহ'তের খবর শুনে গভীর বেদ'না পেয়েছেন বলে টুইটে উল্লেখ করেছেন ইমরান খান। তিনি লেবানিজদের কঠিন সময়ে পাশে থাকারও ঘোষণা দেন। আহ'তদের দ্রুত আরো'গ্য লাভের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে একটি ওয়্যার হাউজে পর পর বি'স্ফো'রণের ঘ'টনায় অন্তত ১০০ জন নিহ'ত হয়েছেন। এ ঘ'টনায় অন্তত ৪ হাজার জন মানুষ আহ'ত হয়েছেন। আহ'তদের মধ্যে অনেকের অবস্থা আশ'ঙ্কাজনক হওয়ায় মৃ'তের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধা'রণা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে