বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২০, ০৬:৩১:২০

হিরোশিমার জ'ঘ'ন্য ঘ'টনা থেকে আমাদের শি'ক্ষা নিতে হবে : এরদোগান

হিরোশিমার জ'ঘ'ন্য ঘ'টনা থেকে আমাদের শি'ক্ষা নিতে হবে : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : হিরোশিমার জ'ঘ'ন্য ঘ'টনা থেকে আমাদের শি'ক্ষা নিতে হবে বলে ম'ন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। জাপানের হিরোশিমা শহরে বো'মা হা'ম'লার ৭৫তম বার্ষি'কী উপল'ক্ষে তুরস্কের প্রেসিডেন্ট এক ভি'ডিও বা'র্তায় এ কথা বলেন।

১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বো'মা হা'মলায় হিরোশিমার হাজার হাজার মানুষ নিহ'ত হয়েছিলেন। এই বো'মা হা'মলাকে অ'ন্ধকার দিন আ'খ্যায়ি'ত করে এরদোগান বলেন, আমরা জাপানি জনগণের সঙ্গে সমবে'দনা জ্ঞা'পন করছি, বিশেষ করে যারা ৭৫ বছর আগে দুঃ'খ পেয়েছিলেন এবং যারা তাদের প্রিয়জন হা'রিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন জাপানের হিরোশিমা থেকে আমরা জ'ঘ'ন্য ঘ'টনার শি'ক্ষা পেয়েছি। অতীতের ভু'লগুলো পু'নরাবৃ'ত্তি না করার জন্য এ দিনটি থেকে আমাদের সি'দ্ধা'ন্ত নেয়া উচিত। সূত্র: ইয়েনি শাফাক

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে