রবিবার, ০৯ আগস্ট, ২০২০, ০৯:৫০:২৬

এবার পদত্যাগ করলেন দেশ-বিদেশে বহুল আলোচিত লেবাননের সেই তথ্যমন্ত্রী

এবার পদত্যাগ করলেন দেশ-বিদেশে বহুল আলোচিত লেবাননের সেই তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ভ'য়াব'হ বি'স্ফো'রণে কমপক্ষে দেড়শত মানুষ মা'রা যাওয়ার পর রোববার পদত্যা'গ করেছেন দেশ-বিদেশে বহুল আলোচিত লাস্যময়ী রাজনীতিবীদ ও লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ। ওই বি'স্ফো'রণের পর এটাই সেখানে কোনো মন্ত্রীর প্রথম পদত্যা'গ। স্থানীয় মিডিয়ায় দেয়া এক বিবৃতিতে তিনি জনগণকে নিরা'পত্তা দিতে ব্য'র্থতার জন্য দুঃখ প্রকাশ করেছেন। 

বলেছেন, বৈরুতে ভ'য়াব'হ এই বি'প'র্যয়ের পর সরকার থেকে আমি পদত্যা'গের ঘোষণা দিচ্ছি। এর আগে পদত্যা'গ করেছেন কমপক্ষে ৮ জন এমপি। ওদিকে লেবাননের ম্যারোনাইট চার্চের প্রধান এরই মধ্যে ৪ঠা আগস্টের বি'স্ফো'রণের জন্য পুরো সরকারকে পদত্যা'গের আহ্বান জানিয়েছেন। বি'স্ফো'রণের কারণে লেবাননের মানুষ ক্ষো'ভে ফুঁ'সছে। শনিবার রাতে সেখানে বেশ কয়েকটি মন্ত্রণালয় দ'খলে নেয় বি'ক্ষো'ভকারীরা।

তবে তাদেরকে সেখান থেকে সেনাবাহিনী সরিয়ে দিলেও আবার তারা বি'ক্ষো'ভ শুরু করেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ম্যারোনাইট প্রধান বেশারা রাই। এসব মানুষ প্রধানমন্ত্রী হাসান দিয়াবের পুরো মন্ত্রীসভার পদত্যা'গের দাবিতে বিক্ষো'ভ করছেন। তারা ওই বি'স্ফো'রণকে মানবতার বি'রু'দ্ধে অ'পরা'ধ বলে বর্ণনা করছেন। 

রোববারের ধর্মোপদেশে রাই বলেছেন, একজন এমপি বা একজন মন্ত্রীর পদত্যা'গই যথেষ্ট নয়। এখন পুরো লেবাননের মানুষের অনুভূতির স্প'র্শকা'তরতা হিসেবে এবং দায়িত্ববোধের কারণে অবশ্যই পুরো সরকারের পদত্যা'গ করা উচিত। কারণ, এই সরকার দেশকে সামনে এগিয়ে নিতে সক্ষম নয়।

প্রধানমন্ত্রী দিয়াব আগাম পার্লামেন্ট নির্বাচনের কথা বলেছেন। তার প্রতিধ্বনি তোলেন রাই। অক্টোবরে শুরু হওয়া প্র'তিবা'দ বিক্ষো'ভ থেকে দী'র্ঘদি'ন এই আগাম নির্বাচন দাবি করা হচ্ছে। ওদিকে বিশ্বনেতা, আন্তর্জাতিক সংগঠন ও লেবাননের জনগণের সঙ্গে যোগ দিয়েছেন রাই। তারা সবাই মিলে বৈরুত বি'স্ফো'রণের একটি আন্তর্জাতিক তদ'ন্ত দাবি করছেন। তবে এমন তদ'ন্তের দাবি শুক্রবার প্র'ত্যাখ্যা'ন করেছেন প্রেসিডেন্ট মিশেল আওন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে