বুধবার, ১২ আগস্ট, ২০২০, ০২:৪০:২৮

করোনাকালে ছোট্ট এই পোকার আ'ক্র'মণ নিয়ে আত'ঙ্কে চিকিৎসকরা

করোনাকালে ছোট্ট এই পোকার আ'ক্র'মণ নিয়ে আত'ঙ্কে চিকিৎসকরা

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ চিকিৎসকেরা বিশ্বব্যা'পী ছ'ড়িয়ে পড়া প্রাণঘা'তী করোনাভাইরাসের মধ্যে ছোট্ট এক পোকার আ'ক্র'মণে আত'ঙ্কের কথা তুলে ধ'রেছেন। এই পোকার কামড়ে যে কেউ প'ক্ষাঘা'তগ্র'স্ত বা প্যা'রালা'ইসি'সে পড়তে পারেন। এখন পর্যন্ত এ পোকার আ'ক্র'মণে দু’জন হাসপাতালে ভর্তি হয়েছে। যা দেশটিতে বিরল ঘ'টনা।ব্রিটেনভিত্তিক জাতীয় ট্যাবলয়েড দ্য সানের প্রকাশিত প্রতিবে'দনে এ ত'থ্য বলা হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, পোকাটির কা'মড়ে একজনের বেবি'ওসি'স রো'গ হয়েছে। পোকার কা'মড় থেকে ব্রিটেনে এই প্রথম এমন রোগ হলো।বেবি'ওসি'স সাধারণত এক প্রকার পরজীবীর কারণে হয়ে থাকে, যারা লো'হি'ত র'ক্ত কণি'কাকে সং'ক্র'মিত করে। টি'বিই নামের আরেকটি রোগ হতে পারে, যাকে ভাইরাল ই'নফে'কশ'ন বলে। এই ই'নফে'কশ'ন সে'ন্ট্রা'ল না'র্ভস সি'স্টে'মকে ক্ষ'তিগ্র'স্ত করে।

র'ক্তচো'ষা এ পোকা সাধারণত এমন স্থানে কা'মড়ায় যেখানে সহজে তাদের দেখা যাবে না এবং ওই স্থানেই ঢু'কে থেকে র'ক্ত খেতে থাকে। কা'মড়ানোর স্থানে র‌্যা'শ হয়। প্র'দা'হ বা জী'বা'ণু সং'ক্র'মণ হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হবে।

শরীরে এ পোকা দেখলে টে'নে বের করে ফে'লে আ'ক্রা'ন্ত স্থানটি সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং শরীরের আর কোথাও কা'মড় দিয়েছে কিনা ভালোভাবে তা দেখতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে