বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ০৬:৩৪:১২

পূর্ব আফ্রিকার গুরুত্বপূর্ণ বন্দর দখলে নিয়েছে ইসলামী জিহাদীরা

পূর্ব আফ্রিকার গুরুত্বপূর্ণ বন্দর দখলে নিয়েছে ইসলামী জিহাদীরা

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের একটি গুরুত্বপূর্ণ বন্দর দ'খল করে নিয়েছে ইসলামী জিহা'দীরা। দেশটির উত্তরাঞ্চলীয় মোসিম্বোয়া ডে প্রাইয়া থেকে কিছুটা দূরে অবস্থিত ওই বন্দরটি বেশ সুর'ক্ষিত থাকা সত্ত্বেও তা চ'র'মপ'ন্থীদের দ'খলে চলে গেছে।

ওই বন্দরের কাছেই ৬০ বিলিয়ন ডলারের একটি গ্যাস প্রজেক্ট অবস্থিত বলে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম নি'শ্চি'ত করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। মঙ্গলবার ওই বন্দরের দখল নেয় ইসলামী জিহা'দীরা।

আন্তর্জাতিক জ'ঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত চ'র'মপ'ন্থীরা ওই বন্দরে হা'মলা চালানোর পর পরই সরকারি সৈন্যরা সেখান থেকে পালিয়ে যায়। অনেক সরকারি সেনা নৌকা নিয়ে সমুদ্রপথে পা'লিয়েছে। মোজাম্বিকের সেনাবা'হিনী সেরকম সুসজ্জিত নয়। ফলে বিভিন্ন স'শ'স্ত্র গো'ষ্ঠীর সঙ্গে তারা পেরে উঠছে না।

ইসলামী চ'র'মপ'ন্থীরা কয়েক মাস আগেও দেশটির উত্তরের কয়েকটি শহর দ'খল করে নিয়েছিল। তখন সেখান থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়। এদিকে তানজানিয়া বলছে, তারা মোজাম্বিক সীমান্তের কিছু জঙ্গলে চ'র'মপ'ন্থীদের বি'রু'দ্ধে অ'ভিযা'ন চালানো শুরু করেছে। এর আগে, চলতি সপ্তাহে মোসিম্বোয়া ডে প্রাইয়ার দু'টি সেনা ঘাঁ'টি দ'খলের দাবি করে জ'ঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সে সময় জ'ঙ্গিদের আ'ক্র'মণে মোজাম্বিকের বহু সেনার প্রা'ণহা'নি ঘ'টে। সূত্র : দ্য ডিফেন্স পোস্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে