শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ০১:১৯:৩৩

জনমত জ'রিপে ট্রাম্পের তুলনায় ৭ পয়েন্ট এগিয়ে বাইডেন

জনমত জ'রিপে ট্রাম্পের তুলনায় ৭ পয়েন্ট এগিয়ে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: কমলা হ্যারিসকে রানিং মেট করায় জো বাইডেনের নির্বাচনী তহবিলের পরিমাণ শুধু বাড়েনি, জনমত জরিপেও প্রেসিডেন্ট ট্রাম্পের তুলনায় ৭ পয়েন্ট এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির এই প্রেসিডেন্ট প্রার্থী। 

বৃহস্পতিবার রেজিস্টার্ড ভোটারের মধ্যে এই জ'রিপ চালিয়েছে ট্রাম্পের ক'ট্টর সমর্থক হিসেবে চিহ্নিত ফক্স নিউজ। করোনাভাইরাসের তা'ণ্ডবে দুই প্রার্থীর একজনও সরাসরি ভোট প্রার্থনায় সক্ষম না হলেও টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপণ চলছে নির্বাচনী এজেন্ডার আলোকে। একজন আরেকজনকে আ'ক্রমণ করেও প্র'চারণা চালাচ্ছেন এসব মাধ্যমে। 

করোনা নিয়ন্ত্রণে ট্রাম্পের সীমাহীন উদাসীনতায় দেড় লক্ষাধিক আমেরিকানের মৃ'ত্যু এবং 'ব্ল্যাক লাইভস ম্যাটার্স’ আ'ন্দোলনে বাইডেনের সরাসরি সমর্থনের কারণে ভোটারের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে জো বাইডেন। এজন্য তার পক্ষে সমর্থন দিন-দিনই বাড়ছে বলে মন্তব্য করেছেন জ'রিপ পরিচালনাকারীরা। 
বিশেষ করে চলমান বর্ণবাদবিরোধী আ'ন্দোলনের পরিপূরক কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট মনোনীত করায় দল-নিরপেক্ষ ভোটারেরাও বাইডেনের প্রতি ঝুঁ'কছেন। 

নির্বাচনের ঠিক ৮১ দিন আগে ১২ ও ১৩ আগস্ট পরিচালিত এই জ'রিপের ফলাফল প্রকাশ করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। আজই যদি নির্বাচন হয় তাহলে ৪৯ শতাংশ বাইডেনকে ভোট দিতে চেয়েছে। অপরদিকে ৪২ শতাংশ বলেছেন ট্রাম্পের কথা। জ'রিপে অংশ নেওয়া অধিকাংশই ট্রাম্পের স্বাস্থ্যসেবা নীতির সমা'লোচনা করেছেন। মাত্র ৪০ শতাংশ ট্রাম্পের করোনা প'রিস্থিতি মো'কাবিলায় গৃহীত পদক্ষেপকে সমর্থন দিয়েছে। 

৫৩ শতাংশ বলেছেন যে, ট্রাম্পের উদাসীনতা অথবা মহামা'রিকে আমলে না নেয়ায় এতগুলো আমেরিকানের প্রাণ গেছে। জ'রিপে অংশ নেওয়া ভোটারের অধিকাংশই মন্তব্য করেছেন, বাইডেন প্রেসিডেন্ট হলে করোনার মতো মহামা'রি মো'কাবিলায় যথাযথ পদক্ষেপ গ্রহণে সক্ষম হতেন। একইভাবে চলমান নানা সমস্যার সমাধান ও ক্রিমিনাল জাস্টিস সিস্টেমেও অনেক ভালো করতেন বাইডেন। এসব ইস্যুতে বাইডেনকে ৪৮ শতাংশ এবং ট্রাম্পকে ৪২ শতাংশ ভোটার সমর্থন দিয়েছেন।

এক হাজার রেজিস্টার্ড ভোটার অংশ নেন এই জ'রিপে। তবে জরিপ ফলাফলকে ‘ফেইক’ হিসেবে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত নির্বাচনের আগেও সবকটি জ'রিপে হিলারী ক্লিন্টন অনেক এগিয়ে ছিলেন বলে গণমাধ্যমে ফলাও করে প্রচার ও প্রকাশের পরও ট্রাম্প জয়ী হওয়ায় রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারা গণমাধ্যমের জরিপে কান দিচ্ছেন না। যদিও এই জ'রিপ চালিয়েছে ট্রাম্পের সমর্থক ফক্স নিউজ।

ট্রাম্প বলেছেন, ‘সর্বোপরি আমি এসব ফেইক জ'রিপে বিশ্বাসী নই। আমার প্রতি আমেরিকানদের সমর্থন আগের মতোই রয়েছে। ২০১৬ সালের নির্বাচনের আগেও এমন ফলাফল দেখেছি।’ সামনের সোমবার শুরু হচ্ছে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন। ভার্চুয়ালে অনুষ্ঠিত এই সম্মেলনেই ডেলিগেটরা চূ'ড়ান্ত মনোনয়ন দেবেন বাইডেন-কমলাকে। একইভাবে রিপাবলিকানরাও পুনরায় মনোনয়ন দেবেন ট্রাম্প-পেন্সকে। এরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। করোনার কারণে উভয় দলই টিভি, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফোন-ইমেইলে ভোট প্রার্থনার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনেও সিংহভাগ ভোটার তাদের ব্যালট পাঠাবেন ডাকযোগে-সেভাবেই চলছে প্রস্তুতি। 

এদিকে, কমলা হ্যারিসকে রানিং মেট ঘোষণার চার ঘণ্টার মধ্যে বাইডেনের নির্বাচনী তহবিলে ১০.২ মিলিয়ন ডলার জমা হয়েছে। ফলে ট্রাম্প এবং বাইডেনের তহবিলের ব্যবধান শূন্যে নেমে এসেছে ১৩ আগস্ট। উভয়েই ১৬৫ মিলিয়ন ডলার করে সংগ্রহ করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, কমলা হ্যারিস ২০১৩ ও ২০১১ সালে ক্যালিফোর্নিয়া স্টেটের অ্যাটর্নি জেনারেল পদে নির্বাচন করার সময় ডোনাল্ড ট্রাম্প মোটা অর্থ দিয়েছেন। অথচ বাইডেন কর্তৃক রানিং মেট ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্প অজ্ঞতা প্রকাশ করেছেন যে, কমলা যে বড় মাপের একজন আইনজীবী ও জনপ্রিয় রাজনীতিক, তা জানেন না।

হোয়াইট হাউজে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিস্ম'য় প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, ডেমোক্র্যাটরা কীভাবে এমন একজন ‘বাজে’ নারীকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দিচ্ছে, তা বোধগম্যে আসছে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে