রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৯:২৪

শেষ পর্যন্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ হবে তো?

শেষ পর্যন্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ হবে তো?

স্পোর্টস ডেস্ক : অনি'শ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। কোয়ারেন্টিন ১৪ দিন হবে নাকি ৭ দিন হবে, এই নিয়ে দুই বোর্ডের মধ্যে রয়েছে ম'তানৈ'ক্য। সিদ্ধান্ত জানা যাবে দু'এক দিনের মধ্যে। বোর্ড পরিচালক নাইমুর রহমান দূর্জয় আ'ভা'স দিলেন, বা'তিল হতে পারে সিরিজটি। 

তিনি আরো জানান, শেষ পর্যন্ত সফরটি হলেও, হাই পারফরমেন্স ইউনিট বা এইচপি দল যেতে পারবে না শ্রীলঙ্কা সফরে। শেষ পর্যন্ত হচ্ছে তো টাইগারদের লঙ্কা সফর? নাকি সব পরি'ক'ল্পনাই ভে'স্তে যাচ্ছে? হঠাৎ করেই নানা ইস্যুতে বেঁ'কে বসেছে শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়। বিসিবি আর এসএলসি, ক্রিকেটারদের এক সপ্তাহের কোয়ারেইন্টাইনের ব্যাপারে একমত হলেও দেশটির স্বাস্থ্য বিভাগ কোনভাবেই ১৪ দিনের কমে রাজি নয়।

এমনকি কোয়ারেইন্টাইনকালীন কাউকেই সুযোগ দেয়া হবে না কোন ধ'রণের অনুশীলনের। গু'ঞ্জ'ণ উঠেছে, শেষ পর্যন্ত দ্বীপরাষ্ট্রটি এমন গোঁ ধ'রে বসে থাকলে, বা'তিলই হতে যাচ্ছে লঙ্কা সফর। বিষয়গুলো নিয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) জরুরি সভায় বসেছেন বিসিবির বেশ কয়েকজন কর্তাব্যক্তি। সেখানেও আসেনি কোন সিদ্ধান্ত।

এ বিষয়ে বিসিবি পরিচালক নাইমুর রহমান দূর্জয় বলেন, দুই দেশের বোর্ড সম্মত হয়েছিল যে, ৭ দিনের কোয়ারেন্টাইন হবে। এখন সেটা তারা ১৪ দিন বলছে। আগে কথা ছিল, কোয়ারেন্টিনে থাকা অবস্থায় আমরা প্র্যাকটিস করতে পারবো। এখন সেটাতেও বা'ধা দিচ্ছে তারা। সুতরাং আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে। আমরা আমাদের অব'জারভে'শনগুলো তাদেরকে জানাচ্ছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে