সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৯:০০

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা

আন্তর্জাতিক ডেস্ক : জ'ল্প'নায় ইতি টেনে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ক্যাবিনেট সেক্রেটারি ইওশিহিদে সুগা। সোমবার জাপানের শা'সকদল 'লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি'র প্রধান হিসেবে নির্বাচিত হন তিনি। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। জাপানের প্রধানমন্ত্রী পদের দৌড়ে ছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী ফুমিও কিশিদা এবং প্রাক্তন প্রতির'ক্ষামন্ত্রী শিগেরু ইশিবা।

তিনজনের মধ্যে সুগা পেয়েছেন ৩৭৭টি ভোট, কিশিদা পেয়েছেন ৮৯টি ভোট এবং ইশিবা পেয়েছেন ৬৮টি ভোট। আগামী বুধবার পার্লামেন্টের নির্বাচনের পরই সুগাকে জাপান সরকারের নেতা হিসেবে ঘোষণা করা হবে। ভোটে জেতার পর সুগা বলেন, ''করোনা ম'হামা'রীর আবহে জাপানের জাতীয় রাজনীতিতে শূ'ন্যতা একেবারেই কাম্য নয়।'' 

শিনজো আবের দী'র্ঘ দিনের ঘ'নি'ষ্ঠ বন্ধু বলে পরিচিত সুগা তার পূর্বসূরীর দেখানো পথে তার নীতি অনুসরণ করেই চলবেন বলে জানিয়েছেন। সবাইকে চ'মকে দিয়ে শারীরিক অসুস্থতার জাপানের প্রধানমন্ত্রী পদে সম্প্রতি ইস্তফা দেন শিনজো আবে। বিশ্লেষকদের মতে, জাপানের রাজনীতিতে ইওশিহিদে সুগার উত্থান চ'মকপ্রদ। দ্বীপরাষ্ট্রটির রাজনীতির রাশ বরাবরই কুলীন রাজনেতাদের হাতে থেকেছে।

সেই জায়গায় দাঁড়িয়ে স্ট্রবেরি চাষীর ছেলে ও উত্তর জাপানের প্রত্যন্ত গ্রামের স্কুল শিক্ষক সুগার প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া সত্যিই বি'স্ম'য় জাগায়। বয়সে আবের থেকেও বড় ৭১ বছরের সুগা বরাবরই প্রচারের আলো থেকে দূরে থেকেছেন। তবে বিচ'ক্ষণ রাজনেতা বলে তার খ্যাতি রয়েছে। আবের সঙ্গে দী'র্ঘদিন কাজ করার ফলে তার নীতিই মেনে চলবেন সুগা বলে মনে করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে