সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪২:৩৭

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে ভারতের সরকারি নিষে'ধা'জ্ঞা জারি

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে ভারতের সরকারি নিষে'ধা'জ্ঞা জারি

আন্তর্জাতিক ডেস্ক : এই মুহূর্ত থেকে পেঁয়াজের রপ্তানি নি'ষি'দ্ধ ঘোষণা করে দিলো ভারত সরকার। করোনার আবহে ধ'রাশা'য়ী অর্থনীতি যেমন একদিকে, অন্যদিকে, প্র'ব'ল ব'র্ষ'ণে বহু ক্ষ'তি হয়ে গিয়েছে পেঁয়াজ চাষে। আর সেই পরি'স্থিতিতে সরকার জানিয়েছে, 'ইমিডিয়েট এফেক্টে' পেঁয়াজ রপ্তানি আপাতত নি'ষি'দ্ধ।

পেয়াঁজ রপ্তানি নিয়ে ভারতের নির্দে'শিকা জা'রির পর বাংলাদেশে আসা উত্তর ২৪ পরগনার দুই মহাকুমার সীমান্তে (বেনাপোল, ভোমরা) আ'টকে রয়ে গেল ৫০০টি লরি পেয়াঁজ। ধ'ন্দে ব্যাবসায়ী থেকে ট্রাক চালকরা। একদিকে বনগাঁর পেট্রাপোল সীমান্তে অন্যদিকে বসিরহাটের সীমান্তে প্রায় ১২০০০ টন পেঁয়াজ আ'টকে রয়েছে যার বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

এদিকে, ভারত সরকার জানিয়েছে পেঁয়াজ রপ্তানি বলতে সমস্ত ধ'রনের পেঁয়াজের রপ্তানির কথাই বলা হয়েছে। এদিন ভারতের নির্দে'শিকায় জানানো হয়েছে, কা'টা পেঁয়াজ ,পেঁয়াজের স্ম্যাশ বা পেঁয়াজ পাউডার সমস্ত কিছুই রপ্তানি আপাতত নি'ষি'দ্ধ। গোটা ঘ'ট'নার জেরে দেশের বিভিন্ন সীমান্তে ল'কডা'উনের মধ্যে আ'টকে থাকা পেঁয়াজ বোঝাই ট্রাক ঘিরে ব্যা'পক উ'দ্বে'গ দেখা যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে