মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৩:৩৩

মোদি-মমতা-সনিয়া থেকে টেন্ডুলকার, সবার উপরে ন'জর রাখছে চীন

মোদি-মমতা-সনিয়া থেকে টেন্ডুলকার, সবার উপরে ন'জর রাখছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখের গালওয়ান স'ঙ্ঘা'তের প্রেক্ষিতে তিন দফায় শতা'ধিক চীনা অ্যাপ বা'তিল করেছে ভারত। নরেন্দ্র মোদি সরকারের অ'ভিযো'গ ছিল, ওই সব অ্যাপ ভারতের নি'রা'প'ত্তা ও সা'র্বভৌ'মত্বের পক্ষে বি'প'জ্জ'নক। পূর্ব লাদাখে এখনও চলছে ভারত-চীন স'ঙ্ঘা'ত। 

এমন পরি'স্থিতিতে চীনা ত'থ্যপ্র'যুক্তি সংস্থাগুলি ভারতের বহু বিষয়ে ন'জ'রদা'রি চালাচ্ছে বলে দাবি করেছে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক। তাদের বক্তব্য, ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের অন্তত ১০ হাজার বিশিষ্ট ব্যক্তিত্ব (যাদের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা এবং প্রাক্তন ক্রিকেটার শচিন টেন্ডুলকারও আছেন) এবং তাদের পরিবারের সদস্যদের উপর ন'জ'রদারি চালাচ্ছে শেং'ঝেনের এক ত'থ্যপ্রযু'ক্তি সংস্থা। 

ঘ'টনাচ'ক্রে, ওই সংস্থাটি তথ্য সরবরাহ করে চীন সরকার, চীনা কমিউনিস্ট পার্টি, চীনের সেনা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাকেও। ফলে তাদের ন'জ'রদা'রি-প্রসূত সেই ত'থ্য বেজিংয়ের হাতেও পৌঁছেছে বলে আ'শ'ঙ্কা করছেন ত'থ্যপ্রযু'ক্তি বিশেষজ্ঞ ও কূ'টনী'তিকদের। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'এর ওই তদ'ন্তমূলক প্র'তিবে'দন অনুযায়ী, রাজনীতি থেকে বিনোদন, ক্রীড়া থেকে সংবাদমাধ্যম— এমনকি, অ'পরা'ধী ও জ'ঙ্গিদের সম্পর্কেও বি'স্তারিত ত'থ্য সং'গ্রহ করছে দক্ষিণ পশ্চিম চীনের গুয়াংডং প্রদেশের শেনঝেন শহরের 'শেনহুয়া ডেটা ই'নফ'রমে'শন টেকনো'লজি কোম্পানি লিমিটেড' নামে ওই সংস্থা।

তাদের অন্যতম 'ক্লায়েন্ট' শি চিনফিং সরকার, চীনের সেনাবা'হি'নী পিপল্‌স লি'বারে'শন আর্মি (পিএলএ) এবং চীনা কমিউ'নিস্ট পার্টি। যদিও ওই সংস্থার কেউ সংবাদপত্রের তরফে পাঠানো কোনও প্রশ্নের জবাব দেননি। সংস্থার এক কর্মকর্তা ব্যাপারটি ''অভ্য'ন্তরী'ণ বিষয়'' বলে বি'শ'দ মন্তব্য এড়িয়ে গিয়েছেন।

তদ'ন্তমূলক প্রতিবে'দনটির দা'বি, ন'জ'রদারির তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের অন্তর্ব'র্তীকালীন সভানেত্রী সনিয়া গাঁন্ধী ও তার পরিবারের সদস্যরা, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনাথ সিং, নির্মলা সীতারামন, স্মৃতি ইরানি, পীযূষ গয়ালের মতো কেন্দ্রীয় মন্ত্রীরাও ন'জ'রদা'রির আওতায়। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা-সহ ওড়িশার নবীন পট্টনায়ক, রাজস্থানের অশোক গহলৌত, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, পাঞ্জাবের অমরেন্দ্র সিংয়ের মতো অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীর ত'থ্যও সংগ্রহ করছে ওই সংস্থা। প্রধান বিচারপতি এস এ বোবদে, রতন টাটা, গৌতম আদানির মতো শিল্পপতি এবং বিভিন্ন নিউজ চ্যানেলের সম্পাদক, ইউপিএ আমলে প্রধানমন্ত্রীর দফতরের প্রাক্তন মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারু এবং বিভিন্ন সাংবাদিক ও সংবাদব্যক্তিত্বও রয়েছেন ওই সংস্থার আতসকাচের তলায়। সূত্র : এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে