মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৯:৫৪

পাকিস্তান এয়ার ফোর্সের বিমান বি'ধ্ব'স্ত

পাকিস্তান এয়ার ফোর্সের বিমান বি'ধ্ব'স্ত

নিউজ ডেস্ক : পাকিস্তান বিমান বা'হি'নী একটি প্রশিক্ষণ বি'মা'ন বি'ধ্ব'স্ত হয়েছে। এ ঘ'টনায় হ'তাহ'তের কোনো ঘ'টনা ঘ'টেনি। দু'র্ঘ'টনার পরে বিমানটির পাইলট নি'রা'পদে বের হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রশিক্ষণের সময় পাঞ্জাব প্রদেশের অ্যা'টকের পি'নডি'গেবের কাছে বি'ধ্ব'স্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে পঞ্চম বিমান দু'র্ঘ'টনা ঘ'টল।

 এর আগে সবশেষ মার্চে একটি এফ-১৬ যু'দ্ধবিমান দু'র্ঘ'টনায় প'তি'ত হয়। দেশটির বিমানবা'হি'নীর বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত প্রশিক্ষণের সময় এ ঘ'ট'না ঘ'টে। বি'ধ্ব'স্তের কারণ উ'দঘা'টনের চেষ্টা চলছে। কর্তৃপক্ষ বলছে, বিমান দু'র্ঘ'টনায় একটি বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ড দু'র্ঘ'টনার কারণ অ'নুস'ন্ধা'ন করে প্রতিবেদন দেবে। 

এর আগে পাকিস্তান এয়ার ফোর্সের এফ-১৬ যু'দ্ধবিমান ইসলামাবাদের কাছে বি'ধ্ব'স্ত হয়। ওই ঘ'ট'নায় উইং কমা'ন্ডার নোমান আকরাম নি'হ'ত হয়েছিলেন। তবে আজ দু'র্ঘ'টনার পরে বিমানটির পাইলট নি'রা'পদে বের হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে