বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৬:২০

সোলেইমানির মতো বাশার আল-আসাদকেও হ'ত্যা করতে চেয়েছিলাম : ট্রাম্প

সোলেইমানির মতো বাশার আল-আসাদকেও হ'ত্যা করতে চেয়েছিলাম : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :  ইরানের জেনারেল কাসেম সোলেইমানির মতো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকেও হ'ত্যা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ট্রাম্পের বিরো'ধিতায় সেটি সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে নিজেই এসব কথা বলেন ট্রাম্প।

অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি চাইলেই আসাদকে সরিয়ে দিতে পারতাম। তাকে হ'ত্যা করতে পারতাম। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী আমার এ সিদ্ধা'ন্তের বিরো'ধিতা করেছিলেন। কারণ তিনি জানেন না কিভাবে যু'দ্ধে জি'ততে হয়। তাই তিনি আমাদের বেশিরভাগ বিষয়ের সঙ্গেই দ্বিমত পোষণ করতেন।’

সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস দেশটির সাবেক মেরিন জেনারেল ছিলেন। তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালনকালে ট্রাম্পের নানা খা'মখেয়ালি কর্মকা'ণ্ডের বি'রোধিতা করায় ট্রাম্পের সঙ্গে তার মতবিরো'ধ সৃষ্টি হয়। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া, সিরিয়া ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্র'ত্যাহার, জলবায়ু পরিব'র্তন রো'ধে অর্থবরাদ্দ কমিয়ে দেওয়ার মতো বিভিন্ন বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ম্যাটিসের মতবিরো'ধ দেখা দেয়। শেষ পর্যন্ত ২০১৮ সালের ২০ ডিসেম্বর মন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে সে সময় ট্রাম্প দা'বি করেছিলেন, ম্যাটিস পদত্যাগ করেননি, তাকে তিনি বরখা'স্ত করেছেন।

অনুষ্ঠানে ম্যাটিস সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এ সাবেক জেনারেল একজন মহান আমেরিকান, তিনি দেশকে অনেক দিয়েছেন। আমি বলব না তিনি ভালো বা খারাপ আমেরিকান। আমি শুধু বলছি, তিনি কাজ ভালো করেননি, তাই তাকে যেতে দিয়েছি।’ এদিকে, ইরানের কাসেম সোলেইমানিকে হ'ত্যার জেরে ইরান মার্কিন সম্পদে আঘা'ত হা'নতে পারে বলে যে খবর ছড়িয়েছে, সে বিষয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে