শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩২:৪৯

টাকা দিয়ে হিন্দু ভোট কিনতে করতে চাইছেন মমতা : অধীর চৌধুরী

টাকা দিয়ে হিন্দু ভোট কিনতে করতে চাইছেন মমতা : অধীর চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক : কোভিডের কারণে বড় ধা'ক্কা লেগেছে অর্থনীতিতে। এ সময়ে অধিকাংশ পুজো কমিটি যখন নমো নমো করে দুর্গাপুজো সারবে বলে ঠিক করেছে, তখন লক্ষ্মীবারে কল্পতরু হয়েছেন মমতা ব্যানার্জী। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এ বার পুজো কমিটিগুলোকে স্বল্প দান হিসাবে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর ওই ঘোষণা শেষ হতেই তার তী'ব্র স'মালো'চনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীরবাবু এদিন বলেন, ''বিজেপির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন মমতা ব্যানার্জী। কে বেশি হিন্দু তার প্রমাণ দিতে চাইছেন। সরকারের টাকা দিয়ে হিন্দু ভোটকে কিনতে করতে চাইছেন উনি।''

অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ''কোথা থেকে এই টাকা আসবে? এতো রাজ্যের উন্নয়নের টাকাই খ'য়রা'তি করা হচ্ছে।'' তার কথায়, ''এই টাকা কারা পাবে তাও একটা ব্যাপার। যেমন সবুজ সাথীর ক্ষেত্রে হয়েছে। এও এক বড় দু'র্নী'তি হতে চলেছে। তৃণমূলের পেটোয়া ক্লাবগুলোই টাকা হবে। মানে ক্যাডার ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করলেন মমতা ব্যানার্জী।''

পুজোতে এ হেন দান খ'য়রা'তি সরকারের প্রথম মেয়াদে করেননি মমতা ব্যানার্জী। এ সব শুরু হয়েছে দ্বিতীয় মেয়াদে। প্রথম পুজো কমিটিগুলোকে ১০ হাজার টাকা করে দেওয়া হত। গত বছর থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে। এমনকি যে পুজো কমিটিগুলির বহু লক্ষ টাকা বাজেট, যাদের সরকারি চাঁদা না পেলেও চলত তাদেরও টাকা দেওয়া হয়েছে। আর এ বার অতীতের সব রে'ক'র্ড ছাপিয়ে গিয়েছে।

লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী এদিন বলেন, ''পুজো হল সার্বজনীন। সেই পুজোকে সরকারি স্প'নস'রড পুজো বানিয়ে দিয়েছেন মমতা। তা যদি করতে হয়, তা হলে শুধু দুর্গাপুজোয় টাকা দিচ্ছেন কেন, ঈদে, বড়দিনে, কালীপুজোয়, কার্ত্তিকপুজোতেও টাকা দেওয়া উচিত ছিল। তার কথায়, ''আসলে মমতা ভ'য় পেয়েছেন। গদি হা'রানোর ভ'য়। তাই সরকারের তথা জনগণের টাকা দিয়ে রাজনীতি করছেন। আশাকরি মানুষ সব বুঝতে পারছে।''

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার স'মালো'চনা করেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেছেন, ''এই টাকা পুজো বা উৎসবের জন্য দেওয়া হয়নি। ভোটের আগে সততার প্রতীক লিখে প্রচার করার জন্য পুজো কমিটিগুলোকে দাদন দেওয়া হয়েছে। এমন করোনা ভাইরাসের সং'ক্র'মণের আ'বহে এভাবে অর্থ দেওয়াকে ভালো চোখে দেখবে না। অনেক পুজো অল্প সামর্থ্যে পুজো করে, কিন্তু বড় পুজো কমিটিগুলোকে এই পরিমাণ অর্থ দেওয়া তেলা মাথায় তেল দেওয়া।'' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে