শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৮:৩৫

হেগে হারলো ভারত, গুণতে হবে মোটা অংকের জরিমানাও

হেগে হারলো ভারত, গুণতে হবে মোটা অংকের জরিমানাও

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক আদালতে কর দাবির মামলায় ভোডাফোনের কাছে হারলো ভারত। শুধু তাই নয় ভারতকে দিতে হবে ৫৫ লাখ টাকা জরি'মানা। রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল আ'র্বিট্রে'শন ট্রাই'বুনাল নেদারল্যান্ডসের কোম্পানিটির পক্ষে রায় দেয়।

সু'দ ও জ'রিমা'নাসহ যে কর দায় ভোডাফোনের ওপর ভারতের সরকার আরো'প করেছে, তা নেদারল্যান্ড ও ভারতের মধ্যে একটি আন্তর্জাতিক চু'ক্তির ল'ঙ্ঘ'ন। একটি সূত্র জানিয়েছে, সুদ ও জরি'মানাসহ ২০০ কোটি ডলারের কর এবং আরও ১৮৯ কোটি ডলার ভোডাফোনের কাছে দাবি করেছিল ভারত।

প্রায় ছয় বছর পর এই মামলার রায় দিল আন্তর্জাতিক আদালত। ইন্টারন্যাশলান আর্বিট্রেশন ট্রাইবুনালে যাওয়ার আগে ২০১২ সালে ভোডাফোনের পক্ষে রায় দিলেও পরবর্তীতে আইন পরিবর্তন করে পুরনো চু'ক্তির উপরেও ক'রারো'পের বিধান করে দেশটি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে