রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৬:০২

আমার করোনা হলে মমতা ব্যানার্জীকে জড়িয়ে ধ'রবো : বেফাঁ'স মন্তব্য বিজেপি নেতার

আমার করোনা হলে মমতা ব্যানার্জীকে জড়িয়ে ধ'রবো : বেফাঁ'স মন্তব্য বিজেপি নেতার

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কর্মিসভায় যোগ দিয়ে বেফাঁ'স মন্তব্য করে বি'ত'র্কে জড়িয়ে পড়লেন সদ্য নিযু'ক্ত বিজেপি'র কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। সর্বভারতীয় পদে বড় দায়িত্ব পাওয়ার ঠিক পরের দিন ওই কর্মিসভায় অনুপম বলেন, তার করোনা ধ'রা পড়লে আগেই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে জড়িয়ে ধরবেন। 

আর এই নিয়েই রাজ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বি'ত'র্ক। এদিনের ওই কর্মিসভায় প্রচুর সংখ্যায় বিজেপি কর্মী–সমর্থকরা হাজির হন। সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূর বেশিরভাগ লোকজনের মুখে এদিন মাস্কই ছিল না। সাংবাদিকরা অনুপম হাজরাকে প্রশ্ন করেন, কেন তার বা সভায় উপস্থিত লোকজন মাস্ক পরেননি?‌ 

এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বেফাঁ'স মন্তব্য করে বসেন অনুপম। তিনি বলেন, ''‌আমাদের কর্মীরা করোনার থেকেও বড় শ'ত্রুর সঙ্গে ল'ড়া'ই করছেন। তারা ল'ড়া'ই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বি'রু'দ্ধে। তারা (তৃণমূল)‌ যেহেতু করোনা আ'ক্রা'ন্ত হয়নি তাই আমাদের কর্মীরাও আর কোনও ভ'য় পায় না। আমার যদি করোনা হয় তবে আমি মমতা ব্যানার্জীকে জড়িয়ে ধ'র'ব।''‌

এর পাশাপাশি মমতা তথা তৃণমূল সরকারের বি'রু'দ্ধে গু'রু'তর অ'ভিযো'গ তোলেন অনুপম। ওই সভায় তিনি বলেন, ''অমানবিকভাবে করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি (ম‌মতা)‌। তাদের দেহ কেরোসিন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা মৃ'ত বিড়াল বা কুকুরের সঙ্গেও এমনটা করি না।'' এ ব্যাপারে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ''‌কেবল উ'ন্মা'দ এবং অপরিণত ব্যক্তির দ্বারাই এ ধ'রনের কথা বলা সম্ভব।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে