সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:১০:১৭

ভারতকে বিশ্ব ব্যাংকের সত'র্কতা

ভারতকে বিশ্ব ব্যাংকের সত'র্কতা

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে করোনা ভাইরাসের কারণে সব দেশেরই না'জুক অবস্থা অর্থনীতিতে। তবে বড় ধ'রণের সংস্কারের পথে এগিয়ে ভারত। কিন্তু এই সংস্কারে যেন স্থানীয় অর্থনীতি এবং গ্রামীণ অবকাঠামো উপে'ক্ষিত না হয় সে ব্যাপারে দেশটিকে স'ত'র্ক করেছে বিশ্ব ব্যাংক।

ম'হামা'রি মো'কাবেলায় অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে স্থানীয় অর্থনীতির ভূমিকা উন্নয়নশীল দেশগুলোকে স্ম'রণ করিয়ে দিয়েছে বিশ্ব ব্যাংক। তাই এ খাতের উন্নয়নে সঠিক কর্মপদ্ধতি এবং ঋণ সহা'য়তার জরুরি বলে মনে করছে সংস্থাটি। গত সপ্তাহে এক ব্ল'গ পোস্টে এ সুপা'রিশ করে বিশ্ব ব্যাংক।

বিশ্বব্যাংক এ পরি'স্থিতি মো'কাবে'লায় তিনটি বিষয়ের উপর জো'র দেয়ার কথা বলেছে। প্রথমত নিদিষ্ট অঞ্চলের সক্ষমতা, দ্বিতীয়ত দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে 'ভ্যালু চেইনের' সংযোগ স্থাপন, তৃতীয়ত ইন্টারনেট, বিদ্যুৎ ও অন্যান্য পরিকাঠামোগত বিনিয়োগের মাধ্যমে ব্যাবসায়ের পরিবেশ উন্নত করা। স্থানীয়ভাবে অর্থনৈতিক উন্নয়নকে ধ'রা হয়েছে খুবই সং'ক'টজনক নি'র্ধা'রক, যা গুণগত দিক থেকে অর্থনৈতিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ।

বিশ্বব্যাংক জানিয়েছে, কভিড-১৯ ম'হামা'রি-পরবর্তী সময়ে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার নতুন সাহ'সী ভাবনাচিন্তা; যা নারী, যুব সম্প্রদায় ও অসংগঠিত কর্মীদের সহায়তা করবে এবং ক্ষুদ্র ও ছোট উদ্যোগগুলোকে বাঁচানোর জন্য যথাযথ পদক্ষেপ নেবে। উল্লেখ্য, চলমান ও ম'হামা'রীতে নারী, যুবক এবং অসংগঠিত শ্রমিকরা রীতিমতো বড় ঝুঁ'কির মধ্যে পড়েছেন।

পাশাপাশি সুপারিশ করা হয়েছে বিনিয়োগ করতে, যাতে কমিউনিটিভিত্তিক বিনিয়োগ পরিবেশের উন্নতি ঘটে এবং কমিউনিটির সঙ্গে ভ্যালু চেইনের সংযোগ স্থাপন করা যায় ও উৎপাদনশীল পরিকাঠামো গড়া যায়। ব্যবসার পরিবেশ ও জীবনধারণের উন্নতির জন্য এক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার কথা বলা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে