সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৫:৪৬

চীন-ভারত সীমান্তে ১০০০ কিলোমিটার পাল্লার ক্ষে'পণা'স্ত্র মোতায়েন

চীন-ভারত সীমান্তে ১০০০ কিলোমিটার পাল্লার ক্ষে'পণা'স্ত্র মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখের উত্তে'জনা যে মোটেই ক'মছে না তা অনেকটাই আ'ন্দা'জ করা যায় চীন-ভারত সীমান্তে প্র'কৃ'ত নিয়'ন্ত্রণ রেখায় (এলএসি) ভারতের প্রস্তুতি দেখেই। চীনা আ'গ্রা'সনের কথা মাথায় রেখে এরই মধ্যে এলএসি বরাবর টি-৯০, টি-৭২ ট্যাঙ্ক মোতায়েন করেছিল ভারত। এবার চীনা ক্ষে'পণা'স্ত্রের সঙ্গে পাল্লা দিতে মোতায়েন করা হল ১০০০ কিলোমিটার পাল্লার ক্ষে'পণা'স্ত্র 'নির্ভয়'। 

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্র'তিবে'দনে এ ত'থ্য জানা গেছে। ডিফে'ন্স রিচার্স আ্যান্ড ডেভে'লপমেন্ট অ'র্গানা'ইজে'শনের (ডিআরডিও) তৈরি এই ক্ষে'পণা'স্ত্রের আওতায় চলে আসবে চীনের অনেকটাই অংশ। নীচু কোনো টা'র্গে'টে নি'খুঁ'ত নি'শা'নায় আ'ঘা'ত হা'নতে পারে ভ'য়'ঙ্ক'র এই মিসা'ইল। মাটি থেকে ১০০ মিটার থেকে ৪ কিলোমিটার উচ্চতার মধ্যে যে কোনো ল'ক্ষ্যব'স্তুতে নি'র্ভু'ল আ'ঘা'ত হা'নতে পারে এই ক্ষে'পণা'স্ত্র।

সূত্রের খবর, আপাতত খুব কম সংখ্যায় নির্ভয় মিসা'ইল এলএসিতে মোতায়েন করা হয়েছে। পর সংখ্যা বাড়ানো হতে পারে। ভূমি থেকে ভূমিতে নি'ক্ষে'পযো'গ্য এক হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষে'পণা'স্ত্রের আওতায় চলে আসবে তিব্বতও। স্যাটে'লাইট চিত্র ও বিভিন্ন সূত্রে জানা গেছে, তিব্বতের বিভিন্ন এলাকায় ক্ষে'পণা'স্ত্র মোতায়েন করেছে চীন। সিকিম, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও লাদাখের কথা মাথায় রেখেই ওইসব ক্ষে'পণা'স্ত্র মোতায়েন করা হয়েছে। সূত্র : ইন্ডিয়া টুডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে