মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৪:১৯

আমেরিকার চেয়ে ভারতে বেশি কর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প!

আমেরিকার চেয়ে ভারতে বেশি কর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স রে'ক'র্ড প্রকা'শ করেছে নিউ ইয়র্ক টাইমস। সেখান থেকে উঠে এসেছে চা'ঞ্চ'ল্যকর ত'থ্য। গত ১৫ বছরের মধ্যে ১০ বছর ট্যাক্স দেননি তিনি। যখন দিয়েছেন, তখনও খুবই সামান্য টাকা জমা করেছেন। টাইমসের তদ'ন্ত উঠে এসেছে যে ভারতে বেশি কর দিয়েছেন ট্রাম্প আমেরিকার তুলনায়। 

নিজের স্বভাবসিদ্ধ ভ'ঙ্গিতে অবশ্য পুরো রিপোর্টটিকে ফে'ক নিউজ বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। ডোনাল্ড ট্রাম্প শুধু সফল রাজনীতিবিদ নন, তিনি একজন ধনকুবেরও বটে। সেই হিসেবে এটা প্রত্যাশিত যে তিনি বিপুল পরিমাণ কর দেবেন। কিন্তু দেখা যাচ্ছে যে খুব কম টাকা ট্রাম্প কর বাবদ দিয়েছেন। ২০১৭ সালে মাত্র ৭৫০ ডলার ট্যাক্স দিয়েছিলেন তিনি আমেরিকায়। অন্যদিকে ১৪৫৪০০ ডলার ভারতে কর ভরেছিল তার সংস্থা। পানামা ও ফিলিপিন্সেও অনেক টাকা কর দিয়েছিল তার সংস্থা। 

২০১৬ সালে যে বছর তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, সেবারও মাত্র ৭৫০ ডলার কর চু'কিয়েছিলেন তিনি। গত ১৫ বছরের মধ্যে ১০ বছর কর দেননি তিনি। কর প্র'ক্রি'য়ায় ফাঁ'ক ব্যবহার করে তিনি দেখিয়েছেন যে যত টাকা রোজগার হচ্ছে তার চেয়ে অনেক বেশি ক্ষ'তি হচ্ছে। একই সঙ্গে খাওয়া দাওয়া, হেয়ার স্টাইলিং ও বিমান সং'ক্রা'ন্ত খরচার ওপর কর মুকুব করিয়ে নিয়েছেন তিনি। 

মেয়ে ইভাঙ্কার হেয়ার স্টা'ইলিংয়ের বিপুল বিল পুরোটাই ট্যাক্স-ফ্রি। এই রিপো'র্ট নিয়ে উ'ত্তা'ল এখন মার্কিন মুলুক। প্রসঙ্গত, অন্য রাষ্ট্রপতিরা নিজেদের ট্যাক্স স্টেটমেন্ট প্রকা'শ করলেও ট্রাম্প কখনো করেননি এই দাবি করে যে অডিট চলছে, হয়ে গেলে দিয়ে দেবেন! নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম দুই বছরে ভারত থেকে ২৩ লাখ ডলার রোজগার হয়ে ট্রাম্পের। 

তবে অধিকাংশ অর্থ ডোনাল্ড ট্রাম্প আয় করেছেন তার স্কটল্যান্ড ও আয়ার্ল্যান্ডের রিয়েল এস্টেট থেকে। তবে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট থেকে মূলত যেটি উঠে এসেছে যে সফল ব্যবসায়ী হওয়ার দাবি করলেও ট্রাম্পের অধিকাংশ ব্যবসা থেকেই কোনও লাভ হচ্ছেনা। গল্ফ কোর্স থেকে বিলাসবহুল হোটেল, সবই ধুঁ'কছে। 

তবে এই সব দাবি খ'ণ্ড'ন করেছে ট্রাম্প অর্গানাইজেশন। তারা বলছে অধিকাংশ তথ্যই বেঠিক। ট্রাম্প বলেছেন যে এটি ফে'ক নিউজ। তিনি দাবি করেছেন যে ধা'রাবা'হিক ভাবে কর দেন তিনি। কিন্তু আপাতত সেটির অডিট চলছে। তিনি বলেন যে আইআরএস ( আমেরিকার ট্যাক্স দফতর) তার সঙ্গে ভালো ব্যবহার করে না। প্রসঙ্গত, অডিট চলছে বলে করের হিসাব দেওয়া যাবে না, গত চার বছর ধ'রেই এই অ'জুহা'ত দিয়ে চলেছেন তিনি। সূত্র : হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে