বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৭:০১

মার্কিন বিমানসেনার অত্যাধুনিক যু'দ্ধবিমান বি'ধ্ব'স্ত

মার্কিন বিমানসেনার অত্যাধুনিক যু'দ্ধবিমান বি'ধ্ব'স্ত

আন্তর্জাতিক ডেস্ক : মাঝ আকাশে অপর একটি জ্বালা'নিবাহী ট্যা'ঙ্কার বিমান থেকে জ্বালানি নেয়ার সময় যুক্তরাষ্ট্রের বিমানবা'হি'নীর একটি অত্যাধুনিক এফ-৩৫বি যু'দ্ধবিমান বি'ধ্ব'স্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবারের এ দু'র্ঘ'টনার খবর নি'শ্চি'ত করেছে দেশটির সাম'রিক বা'হি'নীর মেরিন ইউনিট। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

মার্কিন থার্ড মেরিন এয়া'রক্রা'ফট উইং এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এফ-৩৫বি যু'দ্ধবিমান বি'দ্ধ'স্ত হলেও তার পাইলট সেখান থেকে বের হতে সমর্থ হন। এখন তার চিকিৎসা চলছে। এদিকে কেসি-১৩০জে মডেলেরের জ্বালানিবা'হী অপর বিমানটির কোনো ক্রু সদস্যের ক্ষ'য়ক্ষ'তি হয়নি এবং সেটি নিরা'পদে অবতরণ করেছে।

এবিসি নিউজের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইম্পেরিয়াল কাউন্টিতে যু'দ্ধবিমানটি বি'ধ্ব'স্ত হয়। মার্কিন থার্ড মেরিন এয়া'রক্রা'ফট উইং এক টুইট বার্তায় লিখেছে, ''আনুমানিক এক হাজার ৬০০ ফুট উপরে একটি এফ-৩৫বি যু'দ্ধবিমান মাঝ আকাশে জ্বালানি নেয়ার জন্য একটি কেসি-১৩০জে মডেলের জ্বালা'নিবা'হী ট্যাঙ্কার বিমানের সং'স্প'র্শে আসে। এ সময় এফ-৩৫বি যু'দ্ধবিমানটি বি'ধ্ব'স্ত হয়।''

মার্কিন মেরিন ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, ''দুর্ঘ'টনার কারণ অ'নুস'ন্ধানের তদ'ন্ত চলছে। বি'প'দ আচ করতে পেরে জ্বালা'নিবা'হী ট্যাঙ্কার বিমান থার্মাল বিমানবন্দরে ফিরে আসে। সকল যাত্রী নিরা'পদে রয়েছে। তবে এ নিয়ে জানার জন্য রয়টার্সের পক্ষ থেকে মার্কিন মেরিন ইউনিটের সঙ্গে যো'গাযো'গ করা হলেও তার মন্তব্য করতে রাজি হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে