বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২০, ১২:৩২:৩৭

মার্কিন নির্বাচনে ঐতিহাসিক মুহুর্ত, জো বাইডেনের মুখে 'ইনশাল্লাহ'

মার্কিন নির্বাচনে ঐতিহাসিক মুহুর্ত, জো বাইডেনের মুখে 'ইনশাল্লাহ'

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বা'চনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্ব'ন্দ্বী জো বাইডেন উচ্চারণ করেছেন আরবি শব্দ 'ইনশাল্লাহ'। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আলোচনা-সমালো'চনার ঝড় উঠেছে। বাইডেনের মুখে এমন শব্দ উচ্চারণকে অনেকেই ঐতিহাসিক আখ্যায়িত করেছেন।

মঙ্গলবারের বাইডেনের সঙ্গে বিত'র্কে ট্রাম্পের আয়কর প্রদানের বিষয়টি আলোচনায় আসে। এসময় অনুষ্ঠানের সঞ্চালক ক্রি'স ওয়ালেস বারবার চা'প দেন যে, ট্রাম্প কবে আয়'কর দাখিলের তথ্য প্রকা'শ করতে পারেন। আর উত্তরে ট্রাম্প বারবার বলতে থাকেন, আপনারা সময় মতোই তা দেখতে পাবেন। আর এসময় জো বাইডেন ব্য'ঙ্গ করে বলেন, কবে? ইনশাল্লাহ?

ইনশাল্লাহ বলা বাইডেনের প্রচার'ণা শিবিরের পক্ষ থেকে নি'শ্চি'ত করেছেন এনপিআর-এর জাতীয় রাজনীতি বিষয়ক প্রতিনিধি আসমা খালিদ। সম্প্রতি বাইডেন তার ব্যক্তিগত আয়ের যে তথ্য প্রকা'শ করেছেন তা অনুযায়ী, সাবেক এই ভাইস প্রেসিডেন্ট ও তার স্ত্রী জিল বাইডেন তাদের মোট সম্পদ ৯ লাখ ৮৫ হাজার ডলারের ৩০ শতাংশ আ'য়কর পরিশো'ধ করেছেন। সূত্র : আল জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে