শুক্রবার, ০২ অক্টোবর, ২০২০, ০৭:৫৮:৫৭

আজারবাইজান বাহি'নীর আ'ক্র'মণে অ'স্ত্র ফেলে পালাচ্ছে আর্মেনীয় সেনারা

আজারবাইজান বাহি'নীর আ'ক্র'মণে অ'স্ত্র ফেলে পালাচ্ছে আর্মেনীয় সেনারা

আন্তর্জাতিক ডেস্ক : বিরো'ধপূর্ণ নাগারনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার নতুন করে শুরু হওয়া যু'দ্ধ ধীরে ধীরে আরো ভ'য়ঙ্ক'র রূপ ধা'রণ করছে। দুই পক্ষেই হ'তাহ'তের সংখ্যা বেড়ে চলেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী সং'ঘ'র্ষের শুরুতেই কিছুটা সাফল্য পেয়েছে আজারবাইজান।

আর্মেনীয় বাহি'নীর নি'য়'ন্ত্রণে থাকা বেশ কিছু এলাকা পু'নর্দ'খলে স'ক্ষ'ম হয়েছে আজারি বা'হি'নী। যুদ্ধের ষষ্ঠ দিনে শুক্রবার (২ সেপ্টেম্বর) আর্মেনীয় বা'হি'নীর ফেলে যাওয়া বেশ কিছু সাম'রিক যান এবং অ'স্ত্রশ'স্ত্র জ'ব্দ করেছে আজারি বা'হি'নী। তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, আজারবাইজানি সেনাদের তুমুল আ'ক্র'মণের মুখে পা'লিয়ে যাবার সময় এসব ফেলে গেছেন তারা।

আনাদোলুর একজন সাংবাদিক সীমান্ত এলাকায় যু'দ্ধক্ষে'ত্রে আর্মেনীয় বা'হি'নীর ফেলে যাওয়া বেশ কিছু সাম'রিক যান, গো'লাবা'রুদ এবং অ'স্ত্রশ'স্ত্র দেখেছেন। আ'টক করা যানগুলো রাশিয়ার তৈরি ২০১৯ মডেলের উরাল ট্রাক। ট্রাকগুলোর বেশিরভাগই এখনো ব্যবহারযোগ্য রয়েছে। তবে কয়েকটি ট্রাকে সং'ঘ'র্ষে চিহ্ন রয়েছে।

আ'টক বেশিরভাগ অ'স্ত্র এবং গো'লাবা'রুদ বিশেষ করে মেশিন গা'ন, গ্রে'নে'ড, র'কে'ট ল'ঞ্চা'র, বিভিন্ন অ'স্ত্রের গু'লিও রাশিয়ার তৈরি। আজারবাইজানি ফো'র্স আর্মেনীয় সেনাবা'হি'নীর বেশ কিছু ড'কুমে'ন্টও হাতে পেয়েছে বলে প্র'তিবে'দনে বলা হয়েছে। এদিকে শুরু থেকেই দুই দেশ যু'দ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিলেও আজ শুক্রবার কিছুটা সুর নরম করেছে আর্মেনিয়া। দেশটি বলেছে, তারা যু'দ্ধবিরতির জন্য কাজ করতে প্রস্তুত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ''যু'দ্ধবিরতির জন্য'' কাজ করতে প্রস্তুত। আর্মেনিয়ার পক্ষ থেকে এমন ঘোষণা তখনই আসলো যখন দেশটি নিজের আরো ৫৪ জন সেনা নিহ'তের খবর জানালো। এ নিয়ে ১৫৮ জন সেনা সদস্য নিহ'তের কথা স্বী'কার করলো আর্মেনিয়া। তবে এখন পর্যন্ত আজারবাইজানের পক্ষ থেকে সেনাসদস্যদের নিহ'তের কোনো খবর প্রকা'শ করা হয়নি।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে