মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ০৪:২২:১৪

ব্যঙ্গচিত্রের জেরে শিক্ষক হ'ত্যা, ফ্রান্সে উগ্রপন্তি মুসলিমদের ধরপাকড় শুরু

ব্যঙ্গচিত্রের জেরে শিক্ষক হ'ত্যা, ফ্রান্সে উগ্রপন্তি মুসলিমদের ধরপাকড় শুরু

আন্তর্জাতিক ডেস্ক : শার্লি এবদোর পুনরাবৃত্তিতে স্ত'ম্ভি'ত ফ্রান্স। কয়েকদিন আগে রাজধানী প্যারিসের বুকে শিক্ষার্থীদের শুধুমাত্র হজরত মোহাম্মদের ছবি দেখানোয় মাথা কে'টে খু'ন করা হয় এক শিক্ষককে। তবে ধর্মা'ন্ধ এক চেচেন জ'ঙ্গির এহেন কাণ্ডের পর মুসলিম উ'গ্রপ'ন্তিদের ধ'রপা'কড় শুরু করেছে ফরাসি পুলিশ।

জানা গিয়েছে, সোমবার রাজধানী প্যারিসসহ বেশ কয়েকটি জায়গায় সন্দে'হভাজন মুসলিম সন্ত্রা'সবা'দীদের ডে'রায় হা'না দেয় পুলিশ। এই খবরের সত্যতা স্বীকার করেছেন ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী জেরাল্ড ডারমানিন। তিনি আরও জানান, প্যারিস কাণ্ডের পর অন্তত নেটদুনিয়ায় মৌল'বাদের বি'ষ ছড়ানোর অ'ভিযো'গে ৮০টি নয়া মামলায় তদ'ন্ত শু'রু করেছে পুলিশ। 

এদিকে, গত সোমবার প্যারিসে সড়কে নেমে পড়েন হাজার হাজার মানুষ। নিহ'ত শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌল'বাদের বি'রু'দ্ধে প্রতিবা'দ সাব্যস্ত করেন তারা। এই ঘ'টনার বি'রু'দ্ধে সরব হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কসটেক্স। তার সাফ বক্তব্য, 'ইসলামিক সন্ত্রা'সবা'দের বি'রু'দ্ধে ক'ড়া পদক্ষেপ করা হবে যাতে দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারেন।'

গত শুক্রবার বা অক্টোবরের ১৬ তারিখ দুপুরে ফ্রান্সের রাজধানী প্যারিসের (Paris) রাস্তায় এক শিক্ষকের মাথা কেটে ফেলে এক চেচেন ব্যক্তি। তাকে আটক করতে গেলে ধারাল অস্ত্র নিয়ে পুলিশ অধিকারিকদের প্রাণে মারার হুমকি দেয় সে। বাধ্য হয়ে শেষমেশ ওই বন্দুকধারীকে গুলি করে নিকেশ করেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, প্যারিসের একটি স্কুলে পাঠদান করতেন স্যামুয়েল পি নামের নিহত শিক্ষক। ছাত্রদের ধর্মনিরপেক্ষতার পাঠ দিতে গিয়ে হজরত মহম্মদের একটি কার্টুন দেখিয়েছিলেন তিনি। আর এই ঘটনার জন্য তাঁর উপর হামলা চালায় ওই চেচেন মৌলবাদী।

কয়েকদিন আগেই মুসলিম মৌলবাদের বিরুদ্ধে সুর ছড়িয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ফ্রান্সের ছবি কোনওদিনও মলিন হইতে দেবেন না বলে সাফ জানিয়েছিলেন তিনি। মুসলিম মৌলবাদের উত্থান নিয়েও দুশ্চিন্তা প্রকাহ করেছিলেন তিনি। তারপরই তাঁর বয়ান নিয়ে দেখা দেয় বিতর্ক। অযথা 'মুসলিম ভীতি' ছড়াচ্ছেন ম্যাক্রোঁ বলেও অভিযোগ করেন তথাকথিত ধর্মনীরপেক্ষরা। এহেন পরিস্থিতিতে শুক্রবারের ঘটনা সাফ করে দিয়েছে যে ফরাসি দেশে ক্রমেই শিকড় মজবুত করছে মৌলবাদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে