মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ০৬:৫৮:৩১

প্রভাবশালী ইংরেজি দৈনিক কাশ্মীর টাইমস বন্ধ করলো ভারতীয় কর্তৃপক্ষ

প্রভাবশালী ইংরেজি দৈনিক কাশ্মীর টাইমস বন্ধ করলো ভারতীয় কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক : প্রভাবশালী ইংরেজি দৈনিক কাশ্মীর টাইমসের অফিস ব'ন্ধ করে দিয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের স্থানীয় প্রশা'সন। কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের মিডিয়া পাড়ায় কাশ্মীর টাইমসের অফিস। সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় এস্টেট ডিপার্টিমেন্ট গণমাধ্যমের অফিসটি ব'ন্ধ করে দেয়।

কাশ্মীর টাইমস বন্ধের কোনো কারণ জানায়নি কর্তৃপক্ষ। কাশ্মীর উপত্যকার অন্যতম পুরাতন একটি গণমাধ্যম কাশ্মীর টাইমস। প্রধান কার্যালয় জম্মুতে। জম্মু এবং কাশ্মীর, দুটি জায়গা থেকেই এটি ছাপানো হতো। গণমাধ্যমটির মালিক অনুরাধা ভাসিন বলেন, কাশ্মীর টাইমসের অফিস বন্ধে যথাযথ প্র'ক্রি'য়া অনুসরণ করেনি কর্তৃপক্ষ। স্বাধীন মত প্রকাশ করায় স্থানীয় প্রশা'সন তাদের গণমাধ্যমের অফিস ব'ন্ধ করে দিয়ে প্রতিশো'ধ নিয়েছে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে তিনি জানান, ''ব'ন্ধের আগে আমাদের উচ্ছে'দ নোটিশ দেয়া হয়নি। আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগও তারা আমাদের সাথে করেনি। বাতিল বা উচ্ছেদের কোনো আনুষ্ঠানিক প্র'ক্রি'য়া অনুসরণ ছাড়াই এস্টেট ডিপার্টমেন্ট আজকে আমাদের অফিস বন্ধ করে দিয়েছে। একইভাবে জম্মুর ফ্ল্যাট থেকেও আমাকে উচ্ছে'দ করা হয়। আমার মূল্যবান জিনিসপত্র তখন নতুন বরাদ্দ পাওয়া ব্যক্তিকে দিয়ে দেয়া হয়। শুধুমাত্র স্বাধীন মত প্রকাশ করায় আমার ওপর প্রতিশো'ধ নেয়া হচ্ছে। কোনো নিয়মতা'ন্ত্রিকতা অনুসরণ করা হয়নি। কি অবা'ক কা'ণ্ড! 

উপত্যকায় গণমাধ্যমে কর্মরত অনেক গণমাধ্যমকর্মী ভাসিনের প্রতি সমর্থন এবং একাত্মতা প্রকাশ করেছেন। সরকারের কার্যক্রমের নি'ন্দা জানিয়েছেন তারা। জ্যেষ্ঠ সাংবাদিক মাজিদ মাকবুল বলেন, এ ধ'রনের উ'স্কা'নিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কাশ্মীররের স্বাধীন কণ্ঠস্বররো'ধ করা যাবে না।

কাশ্মীর টাইমস বন্ধের সরকারি সিদ্ধান্তকে স্বাধীন গণমাধ্যমের ওপর আ'ঘা'ত বলে আখ্যা দিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএফএস)। বলা হয়, কাশ্মীর টাইমস উপত্যকার অত্যন্ত জনপ্রিয় একটি গণমাধ্যম। পত্রিকাটির সম্পাদক অনুরাধাধ ভাসিনের সঙ্গে নীতিবহি'র্ভুত আচরণের পর পত্রিকাটির অফিসও বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। উপত্যকার স্বাধীন গণমাধ্যমে সরকারের নতুন আ'গ্রা'সনে আরএফএস হ'তবা'ক বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

কাশ্মীর মুসলিম অধ্যুষিত হিমালয় অঞ্চল। যার অধিকাংশ ভারত-পাকিস্তান দখল করে আছে। পুরো অংশকেই নিজেদের বলে দাবি করে দুটি দেশ। বাকি ছোট একটি অংশ দখল করে আছে চীন। ১৯৪৭ সালে ভারত ভাগের পর পাকিস্তান-ভারত তিন বার নিজেদের মধ্যে যু'দ্ধে জড়িয়েছে। ১৯৪৮ সালে দু'পক্ষের মধ্যে প্রথম যু'দ্ধ হয়। পরবর্তীতে ১৯৬৫ এবং ১৯৯৯ সালেও যু'দ্ধে জড়ায় তারা। দুটিই কাশ্মীরের দ'খ'লদারিত্ব ঘিরে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে