মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ০৯:১০:২৭

এই দুই ভ'য়ংকর ফাঁ'দ মুসলিম বিশ্বের শিকড়ের জন্য হু'মকি : এরদোয়ান

এই দুই ভ'য়ংকর ফাঁ'দ মুসলিম বিশ্বের শিকড়ের জন্য হু'মকি : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : স'ন্ত্রা'সবাদ এবং বর্ণ'বাদের মতো ভ'য়ংকর ফাঁ'দ থেকে মুসলিম সম্প্রদায়কে র'ক্ষার জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, বিশ্বের মুসলমানদের উচিৎ সম্প্রদায়কে স'ন্ত্রা'সবাদ এবং বর্ণ'বাদের মতো ভ'য়াব'হতা থেকে রক্ষা করা। 

এসবের মাধ্যমে মুসলিম ভ্রাতৃত্ববোধের গভীরে ফা'টল ধ'রা'নোর ষ'ড়য'ন্ত্র চলছে বলেও স'ত'র্ক করেন তিনি। তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামি সহযোগিতা সংস্থা'র (ওআইসি) সম্মেলনে ভিডিও লিংকে যুক্ত হয়ে এরদোয়ান বলেন, ব'র্ণবা'দ, জাতী'য়তাবা'দ, সা'ম্প্রদা'য়িকতা এবং স'ন্ত্রা'সবা'দের মতো সং'ক'টগুলোকে মুসলিমবিশ্বের গভীরে আ'ঘা'ত করার জন্য ইস্যু বানানো হয়েছে।

''বিশ্বব্যাপী গড়ে প্রতিদিন ১ হাজার মুসলমান স'ন্ত্রা'সবাদ এবং সং'ঘা'তের শি'কার হচ্ছে।'' এরদোয়ান জোর দিয়ে বলেন, সং'ক'ট উপেক্ষা এবং অভ্য'ন্তরী'ণ দ্ব'ন্দ্বের কারণে আমরা মুসলমানরা স'ন্ত্রা'সবা'দ, ক্ষু'ধা, অসমতার মতো নানা ধ'রনের সম'স্যার মু'খো'মুখি হচ্ছি।

প্রতিটি সম্মেলনে রাজনৈতিক যুক্তি-ত'র্ক নিয়ে আলোচনা, মুসলিম সম্প্রদায়ের মধ্যেকার স'মঝো'তা এবং ভ্রাতৃত্ববোধকে ক্ষ'তিগ্র'স্ত করছে। এ কারণে রাজনৈতিক আলোচনার পাশপাশি ধর্মীয় মূলবোধের চর্চা বাড়ানোর জন্য ওআইসির প্রতি আহ্বান জানান এরদোয়ান।

ভুল বোঝাবুঝি এবং ভুল শিক্ষার কারণে মুসলমানরা সমাজে নানা ধ'রনের সং'কটের মু'খোমু'খি হচ্ছে বলে তুলে ধ'রেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি জো'র দিয়ে বলেন, বাস্তব জীবন এবং ধর্মীয় সর্বজনীনতার মধ্যে শ'ক্তিশা'লী, দৃঢ়-অবিচল একটি সম্পর্ক গড়ে তোলা জরুরি। পশ্চিমা কিছু দেশের ইস'লামোফো'বিক নীতির তী'ব্র স'মালো'চনা করেন এরদোয়ান।

এরদোয়ান বলেন, ইস'লামোফো'বিক পদক্ষেপ ওইসব দেশের রাষ্ট্র প্রধানদের ব্য'র্থতা ঢাকার একটি সফল হা'তিয়ারে পরিণত হয়েছে। এসব অঞ্চলে ইসলামকে রাষ্ট্র প্রধানরা নিজেদের মতো ব্যাখ্যা করার চেষ্টা করছেন বলেও অ'ভিযো'গ করেন তিনি। সর্বশেষ উদাহরণ হিসেবে ফরাসি ইসলাম, ইউরোপীয় ইসলাম এবং অস্ট্রেলিয়ান ইসলামকে তুলে ধ'রেন এরদোয়ান।

এ ধ'রনের পদক্ষেপের মাধ্যমে বিশেষ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসলাম এবং মুসলমানদের ল'ক্ষ্যব'স্তু বানাচ্ছেস বলে অ'ভিযো'গ এরদোয়ানের। এর আগে ২ অক্টোবর ম্যাক্রোঁ বলেছিলেন, ইসলাম স'ঙ্ক'টে। এরদোয়ান তার এ বক্তব্যের তী'ব্র স'মালো'চনা করেন। বলেন, ম্যাক্রোঁর বক্তব্য ইসলামভী'তিকে উৎ'সা'হী করবে। ফরাসি প্রেসিডেন্ট নিজের ব্য'র্থতা লুকানোর জন্য ইসলামকে টার্গে'ট করেছেন বলেও স'মালো'চনা করেন তুর্কি প্রেসিডেন্ট। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে