বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ০৫:৩৯:৫৭

এই অপমান সহ্য করবে না মুসলিম জাতি: আয়াতুল্লাহ খামেনি

এই অপমান সহ্য করবে না মুসলিম জাতি: আয়াতুল্লাহ খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আবারো ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার তী'ব্র নি'ন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, মুসলিম জাতিগুলো ইহুদিবাদী সরকারের সঙ্গে আপোষ রফার এই অ'পমান কখনো মেনে নেবে না।

মঙ্গলবার শেষ বেলায় এক টুইটার বার্তায় আয়াতুল্লাহ খামেনি বলেন, 'আমেরিকা যদি ভেবে থাকে তারা 'এই পদ্ধতিতে মধ্যপ্রাচ্য সং'কটের সমাধান করতে পারবে' তাহলে মার্কিনীরা চ'রম ভু'লের মধ্যে রয়েছে।' ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যে আরব সরকারই ইসরাইলের সঙ্গে আলোচনায় বসবে দেশের জনগণের মধ্যে ওই সরকারের জনপ্রিয়তায় ধ'স নামবে।

ইরানের সর্বোচ্চ নেতা এর আগে ইসরাইল সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে গোটা মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য সংযুক্ত আরব আমিরাতের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই বিশ্বাসঘা'তকা দীর্ঘস্থায়ী হবে না।

আয়াতুল্লাহ খামেনির টুইটার বার্তায় বলা হয়েছে, ''মুসলিম জাতিগুলো কখনোই ইহুদিবাদী সরকারের সঙ্গে আপো'ষ রফার এই অ'পমান মেনে নেবে না। আমেরিকা যদি ভেবে থাকে তারা এই পদ্ধতিতে মধ্যপ্রাচ্য সং'কটের সমাধান করতে পারবে তাহলে মার্কিনীরা চ'র'ম ভুল করছে। যে সরকারই দ'খ'লদার ইসরাইলের সঙ্গে আপো'ষ আলোচনায় বসবে দেশে ওই সরকারের জনপ্রিয়তায় ধ'স নামবে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে