রবিবার, ২৫ অক্টোবর, ২০২০, ০৯:০১:৩৭

ভয়াবহ আগুন লেগেছে ফ্রান্সে, কয়েক কিলোমিটার জুড়ে কালো ধোঁয়া

 ভয়াবহ আগুন লেগেছে ফ্রান্সে, কয়েক কিলোমিটার জুড়ে কালো ধোঁয়া

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের উত্তরাঞ্চলীয় বন্দর শহর লে হাভরেতে একটি পরিত্যক্ত ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়দের বরাতে তুরস্কের জাতীয় দৈনিক ডেইলি সাবাহ'র প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের কারণে কালো ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলের আশপাশের ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। টেন্ডেন্স ওয়েস্ট রেডিও এক টুইট বার্তায় জানিয়েছে, অগ্নিকাণ্ডে একটি পুরনো গুদাম পুড়ে গেছে। কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া। লে হাভরে সাইন নদীর মোহনায় অবস্থিত। এটি ফ্রান্সের বৃহত্তম বন্দর শহরগুলোর একটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে