মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০, ১০:৫৪:২২

এবার ফ্রান্সের প্রেসিডেন্টের পাশে দাঁড়ালেন ইতালির প্রধানমন্ত্রী

এবার ফ্রান্সের প্রেসিডেন্টের পাশে দাঁড়ালেন ইতালির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী জুইসেপ্পে কন্তে সোমবার বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানের মন্তব্য ‘অগ্রহণযোগ্য’ এবং তিনি প্যারিসের সঙ্গে ‘সংহতি’ জ্ঞাপন করছেন।

ইসলাম ও বাক স্বাধীনতা নিয়ে আঙ্কারা ও প্যারিসের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে টুইট করে ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতি একাত্মতা জানিয়েছেন কন্তে। তিনি বলেন, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর প্রতি প্রেসিডেন্ট এরদোয়ান যে শব্দ প্রয়োগ করেছেন তা অগ্রহণযোগ্য।

ম্যাক্রোঁর প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশে ফরাসি ভাষায় করা ওই টুইটে কন্তে আরও বলেন, ব্যক্তিগত অপমান তুরস্কের সঙ্গে ইইউ যে ইতিবাচক এজেন্ডা অনুসরণ করতে চায় তা প্রতি সহায়ক নয়, বরং এটা দূরে সরিয়ে দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে