মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০, ০১:৩৫:৫০

মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে ম্যাক্রোঁকে - এবার লিবিয়ার হুশিয়ারি

 মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে ম্যাক্রোঁকে - এবার লিবিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : হজরত মুহাম্মাদ (সা.) কে অবমাননা করে বক্তব্য দেয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছে লিবিয়া।

দেশটির জাতীয় ঐক্যমত্যের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানী ত্রিপোলিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ আল-কাবলাবি বলেন, ম্যাক্রোঁর ইসলামকে অবমাননা করে দেয়া বক্তব্যের জন্য তার প্রতি মানুষের ঘৃণা বেড়েছে। তিনি দেশে রাজনৈতিক সুবিধা নিতেই তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন।

আরব নিউজের খবরে আরও বলা হয়, ইউরোপীয় মানবাধিকার আদালত থেকে দেয়া ২০১৮ সালের এক রায়ের কথা উল্লেখ করেন তিনি বলেন, মহানবী (সা.) এর অবমাননা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। তার উসকানিমূলক বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে