শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ০৮:৫৭:১৭

কে তাদের শরীরে অত বীভৎস শক্তি দেয়, ধর্ম? : প্রশ্ন তসলিমার

কে তাদের শরীরে অত বীভৎস শক্তি দেয়, ধর্ম? : প্রশ্ন তসলিমার

প্রবাস ডেস্ক : শরণার্থী সেজে ঢু'কে সোজা জ'ঙ্গি বনে যাওয়া। ফ্রান্সের নোতরদাম গির্জার সামনে বৃহস্পতিবার তিনজনের মু'ণ্ড'চ্ছেদ করা আত'তায়ী পরিচয় প্রকাশ্যে আনল সে দেশের সন্ত্রা'সদ'মন শাখার পুলিশ। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিনও।

তসলিমা বলেন, ''তিউনেসিয়া থেকে ইতালিতে এলো সেপ্টেম্বরে। ওখানে ভাইরাসের কারণে রয়ে যেতে হলো অনেকদিন। ইতালি থেকে ফ্রান্সে পা রাখলো অক্টোবরের শুরুতে। বয়স কতো? ২১ বছর। তিন সপ্তাহ যেতেই ছুরি নিয়ে এসে তরতাজা ৩ জন মানুষকে খু'ন করে ফেললো।''

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ''এর তো কোনও জ'ঙ্গি প্রশিক্ষণ হয় নি। মাত্র ১৩ দিন আগে যে ১৮ বছর বয়সী চেচেনটি শিরো'চ্ছেদ করেছিল একজনের, ওরও তো জ'ঙ্গি প্রশিক্ষণ হয়নি। তাহলে কী করে পারে মানুষের ধড় থেকে মু'ণ্ডু কেটে আলাদা করতে? কে তাদের শরীরে অত বীভৎ'স শক্তি দেয়? কী তাদের মনকে অমন হিং'সায় আর হিং'স্রতায় কুৎ'সিত বানিয়ে ফেলে? ধর্ম?''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে