শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ০৯:০৬:১৭

'শুধু মেয়েরা নয়, ছেলেরাও হাফপ্যান্ট পরে জনসমক্ষে বেরতে পারবে না'

'শুধু মেয়েরা নয়, ছেলেরাও হাফপ্যান্ট পরে জনসমক্ষে বেরতে পারবে না'

আন্তর্জাতিক ডেস্ক : লাগাতার ধ'র্ষ'ণ, প্রমাণ লো'পাট করতে খু'ন– এমনই ধারাবাহিক কিছু ঘ'টনায় বারবারই খবরের শিরোনামে এসেছে ভারতের উত্তরপ্রদেশ। তাতে অধিকাংশ সময়েই রাজনৈতিক নেতানেত্রীরা প্রকারান্তরে নারীদের জীবনযাপনকেই দা'য়ী করেছেন। বারবার বিত'র্কে জড়িয়েও এ ধরনের মনোভাব থেকে সরে আসেননি তারা। কিন্তু এবার যোগীর রাজ্যে উলটপুরাণ!

উত্তরপ্রদেশেরই এক খাপ পঞ্চায়েত নেতার গলায় শোনা গেল একেবারে ভিন্ন সুর। নরেশ টিকাইত নামে ওই নেতা সাফ বললেন, ''শুধু মেয়েরা নয়, হাফপ্যান্ট পরে ছেলেরা জনসমক্ষে বেরতে পারবে না, বাজারেও যাওয়া চলবে না। এ খুবই রুচিহীন বিষয়।'' শুধু মেয়েদের উপর পোশাকবিধি চাপালেই এসব সম'স্যার সমাধান হবে না বলেও মত তার।

সম্প্রতি হাথরাসে দলিত তরুণীর ধ'র্ষ'ণ, হ'ত্যাকা'ণ্ড দেশজুড়ে রীতিমতো ক্ষো'ভের আ'গুন জ্বা'লিয়ে দিয়েছিল। ক্ষো'ভ এতটাই চ'রমে উঠেছিল যে ত'ড়িঘ'ড়ি যোগী সরকারকে ক'ড়া হাতে পরি'স্থিতির মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ প'দক্ষে'প নিতে হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপারের বড় পদাধিকারীদের রাতারাতিই সরিয়ে দেওয়া হয়। তবে ঘ'টনা নিয়ে চর্চা কম হয়নি। কোনও নেতার বক্তব্য, ধ'র্ষকের সঙ্গে তরুণীর অবা'ধ মেলামেশা ছিল। 

কারও আবার মত, সন্ধ্যার পর মেয়েরা বাড়ির বাইরে বেরলে ধ'র্ষ'ণ স্বাভাবিক ঘ'টনা। কেউ এসবেরও উপরে উঠে বি'স্ফো'রক মন্তব্যে বলেছিলেন, দলিতদের ধ'র্ষণের অধিকার রয়েছে উচ্চবর্ণের মানুষের। এমনই একাধিক বি'ত'র্কের জালে জড়ানো উত্তরপ্রদেশের নারী নিরা'পত্তার বেহাল চিত্রটা ক্রমশই স্পষ্ট হয়েছে। তবে সে রাজ্যেই এবার যেন 'বোধোদয়' ঘ'টল খাপ পঞ্চায়েত নেতার। 

নরেশ টিকাইত নামে খাপ পঞ্চায়েত নেতার বক্তব্য, ''ছেলেরা বাজারহাট কোথাও হাফপ্যান্ট পরে বেরবেন না, খুব রু'চিহী'ন। বড়রা মিলে এই সিদ্ধান্তই নিয়েছি। আমরা একে নির্দে'শ বলতে পারি না, পরামর্শ হিসেবে ধ'রতে পারেন। শুধুমাত্র মেয়েদের নিষে'ধের বেড়াজালে আ'টকে রাখা কোনও সমাধান এনে দিতে পারবে না।''  তার এই 'মূল্যবান পরামর্শ' কতটা বাস্তবায়িত হয়, এখন সেটাই দেখার। সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে