রবিবার, ০১ নভেম্বর, ২০২০, ০৪:২৮:৫৭

বাংলাদেশ-পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর জন্য হু'মকি ভারত: ইমরান খান

বাংলাদেশ-পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর জন্য হু'মকি ভারত: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ে অভিযোগের শেষ নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। এবার চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের জন্য প্রতিবেশী ভারতকে হু'মকি আ'খ্যা'য়িত করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান। একই সঙ্গে ভারতকে একটি 'ফ্যাসিবাদী' রাষ্ট্র মন্তব্য করেন তিনি।

জার্মানির সাপ্তাহিক ম্যাগাজিন 'ডের স্পিগেল'কে দেওয়া সাক্ষাৎকারে খান বলেন, ''ভারতে এখন উপমহাদেশের সবচেয়ে চ'র'মপ'ন্থি ও বর্ণবা'দী সরকার শা'সন। দেশটির সরকারের এমন কর্মকাণ্ডে এই অঞ্চলটি যে কোন সময়ে স'হিং'সতা ছড়িয়ে পড়তে পারার শ'ঙ্কা প্রকাশ করেন তিনি। ইমরান উল্লেখ করেন, ১৯২০ ও ১৯৩০-এর দশকে নাৎসি বা'হি'নীর মূল আদর্শে অনুপ্রাণিত তারা। 

ভারতের বর্তমান শা'সন ব্যবস্থা পুরো বিশ্বের জন্যই অনেকটা হু'মকি ভারত। ভারত সব প্রতিবেশী দেশের জন্যই হু'মকি বলে দাবী করেন তিনি। সাক্ষাৎকারে মার্কিন নির্বাচন, কাশ্মীর নির্বাচনসহ নানা অমীমাংসিত ইস্যু তুলে ধ'রে যুক্তরাষ্ট্রের নি'রপে'ক্ষ হ'স্তক্ষে'প কামনা করেন ইমরান। বলেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট যে-ই হোন না কেন, এটাই প্রত্যাশা।

আফগানিস্তানে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে ইমরান বলেন, ২৭ লাখ আফগান নাগরিক বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। যু'দ্ধবি'ধ্ব'স্ত আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে দীর্ঘ দিন ধ'রে চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। সেখানে আমাদের কোন শা'সনের ইচ্ছা নেই, বরং আফগান নাগরিকদের সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে সেই চেষ্টা করে যাচ্ছি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে