শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ০৮:২৫:০৫

পাকিস্তান থেকে এসে নাশকতা চালাচ্ছে তালিবান জঙ্গিরা : অভিযোগ আফগানিস্তানের

পাকিস্তান থেকে এসে নাশকতা চালাচ্ছে তালিবান জঙ্গিরা : অভিযোগ আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক : সারা পৃথিবী করোনা মহামা'রীর সঙ্গে যু'দ্ধ চালালেও স্বভাব বদলায়নি পাকিস্তানের। জম্মু ও কাশ্মীর সীমান্তের ওপার থেকে প্রতিদিন গুলি চালানোর পাশাপাশি জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে। এবার তাদের আশ্রয়ে লুকিয়ে থেকে তালিবান জঙ্গিরা আফগানিস্তানেও নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করলেন সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী আসাদুল্লাহ খালিদ। 

ইমরান খানের আফগানিস্তান সফরের ঠিক আগে আসাদুল্লাহ খালিদের মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অস্বস্তিতে ফেলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সম্প্রতি আফগানিস্তানের সংসদে সন্ত্রা'সবাদের প্রসঙ্গে মুখ খুলে পাকিস্তানের তুমুল সমালোচনা করেন প্রতিরক্ষা মন্ত্রী আসাদুল্লাহ খালিদ। পাকিস্তান ও আফগানিস্তানের এই টানাপোড়েনের মাঝেই শনিবার সকালে কাবুল শহরের একাধিক জায়গা রকেট হামলা চালাল জঙ্গিরা। এর ফলে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে আর জখম হয়েছে ১১ জন। 

আসাদুল্লাহ খালিদ বলেন, ''আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের কোয়েট্টা ও মিরানশাহ অঞ্চলে লুকিয়ে রয়েছে তালিবান জঙ্গিরা। আর সেখান থেকে সংগঠনের সদস্যদের পাঠিয়ে আফগানিস্তানে নাশকতা চালাচ্ছে। পাকিস্তানের ওই অঞ্চলগুলিতে থাকা প্রশিক্ষণ শিবিরগুলিতে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি আফগানিস্তানে হামলা চালাতে এসে কেউ জখম হলে তাকে পাকিস্তানে নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছে। পাকিস্তানের সরকার সবকিছু জানলেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। কাতারের দোহায় শান্তি আলোচনা চালানোর আড়ালে আফগানিস্তানে সমানে হামলা চালাচ্ছে।''

শুক্রবার জাতিসংঘের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রায় একই অভিযোগ জানান সেখানে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি তিরুমূর্তি। মুখে শান্তি প্রতিষ্ঠার কথা বললেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার এখনও তালিবানসহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে মদত দিচ্ছে বলেও দাবি করেন তিনি। অবিলম্বে জাতিসংঘ এই বিষয়ে হস্তক্ষেপ না করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে