রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ০৭:২৩:২৯

একটি মাত্র শর্ত পূরণ হলেই সৌদি-ইসরাইল সম্পর্ক প্রতিষ্ঠা

একটি মাত্র শর্ত পূরণ হলেই সৌদি-ইসরাইল সম্পর্ক প্রতিষ্ঠা

আন্তর্জাতিক ডেস্ক : একটি মাত্র শর্ত পূরণ হলেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে সমর্থন করবে রিয়াদ। এমনটাই জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। শনিবার (২১ নভেম্বর) জি-২০ ভার্চুয়াল সম্মেলনের অবকাশে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

ফয়সাল বিন ফারহান বলেন, ''একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তিচুক্তি সইয়ের মধ্য দিয়ে যদি ফিলিস্তিনিদের জন্য মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, তবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার প্রতি পূর্ণ সমর্থন দেবে রিয়াদ সরকার।'' গত দুই মাসের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান। 

এ ছাড়া আরও কিছু আরব রাষ্ট্র একই পথে হাঁটবে বলে ধারণা করা হচ্ছে। এ চুক্তির প্রতি এর আগেও সমর্থন দিয়েছে রিয়াদ। সে সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের বিমান চলাচলের জন্য আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে সৌদি। এসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও ফিলিস্তিনিরা কঠোর নিন্দা ও সমালোচনা করে আসছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে