বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ০৬:৫১:৪৩

ভারতে হিন্দু-মুসলমান বিয়ে ঠেকাতে বিজেপির কঠোর আইন

ভারতে হিন্দু-মুসলমান বিয়ে ঠেকাতে বিজেপির কঠোর আইন

আন্তর্জাতিক ডেস্ক : জোরপূর্বক ধর্মান্তরিত করে বিয়ের প্রমাণ পেলে অভিযুক্তকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানে রেখে একটি প্রস্তাব পাস করেছে ভারতের উত্তর প্রদেশ সরকার। ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার দেশটির সবচেয়ে জনসংখ্যাবহুল রাজ্যটিতে এটি কার্যকর করতে যাচ্ছে।

মোদির হিন্দুত্ববাদী সরকারের আন্তধর্মীয় বিয়েবিরোধী প্রচারণার অংশ হিসেবে উত্তর প্রদেশে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজেপি সরকার এবং তাদের মিত্ররা আন্তধর্মীয় বিয়েকে লাভ জিহাদ বলে আখ্যা দেয়। তথ্যপ্রমাণ ছাড়াই তারা দাবি করে আসছে, বিয়ের মাধ্যমে হিন্দু নারীকে ইসলাম ধর্মে অন্তর্ভুক্ত করছে মুসলমান পুরুষরা।

রাজ্যের গভর্নরের সইয়ের পরই ডিগ্রিটি আইনে পরিণত হবে। নতুন আইনে আলাদা ধর্মের নারী-পুরুষের বিয়ের ক্ষেত্রে দুই মাস আগে বিষয়টি ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। কর্তৃপক্ষ ওই বিয়েতে কোনো ধরনের আপত্তি না পেলেই আবেদনকারী যুগল বিয়ে করতে পারবে।

উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং বলেন, ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখার মাধ্যমে অবৈধভাবে ধর্মান্তীকরণ বন্ধ এবং নারীরা ন্যায্যবিচার পাবে। মোদির দল বিজেপি শাস্তি রাজ্য হারিয়ানা এবং মধ্যপ্রদেশেও এ রকম আইন পাস করা হয়েছে। উত্তর প্রদেশে বিজেপিশাসিত তৃতীয় রাজ্য হতে যাচ্ছে যেখানে আন্তধর্মীয় বিয়ের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে