বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ০৭:১৬:০২

অকাল গর্ভপাতের বেদনা আমাকেও সইতে হয়েছে: রাজ পুত্রবধূ মেগান

অকাল গর্ভপাতের বেদনা আমাকেও সইতে হয়েছে: রাজ পুত্রবধূ মেগান

আন্তর্জাতিক ডেস্ক : জীবনে সবচেয়ে বেদনার ঘটনা হয়তো সন্তান বিয়োগ। আর তা যদি হয় অকাল গর্ভপাত সেই বেদনার হয়তো সমাপ্তি নেই। এই দুঃখও সহ্য করতে হয়েছে ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলকে। নিউইয়র্ক টাইমসের এক অনুচ্ছেদে মেগান লিখেছেন, ''আমি জানতাম, আমার প্রথম সন্তানকে যেমন আঁকড়ে ধরেছি, তেমনি আমি আমার দ্বিতীয় সন্তানকে হারাতে চলেছি।''

চলতি বছরের জুলাই অকাল গর্ভপাত ঘটে ব্রিটিশি প্রিন্স হ্যারির সহধর্মিণী মার্কেলের। সেই আবেগঘন অনুভূতি তুলেন ধরেন মার্কিন গণমাধ্যমে। ৩৯ বছর বয়সী মেগান জানান, '২০২০ সাল আমাদের প্রত্যেককে হারানোর বেদনা ছুঁয়ে গেছে।' তবে এখন তার শারিরীক অবস্থা ভালো বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

প্রতিবেদনে উঠে এসেছে, গত জুলাইয়ের এক সকালে মেগান খিঁচুনি অনুভব করেন। এর কয়েক ঘণ্টা পরই হাসপাতালের বিছানায় শুয়ে তার স্বামীর হৃদয় ভেঙে যেতে দেখেন। মেগান বলেন, 'প্রিন্স হ্যারি ওই সময় আমারই ছিঁড়ে যাওয়া একটি টুকরা ধরে ছিলেন। আমি কল্পনা করি, কীভাবে এই কষ্টের শেষ হবে।''

মেগান আরও বলেন, ''আমি যেই ঘরে ছিলাম সেখানে আরও শতাধিক নারী ছিল। আমার মতো ১০ থেকে ২০ জন গর্ভপাতের শিকার হন। কিন্তু, এই বিষয়টি নারীরা নিজেদের লজ্জায় গোপন রাখে। কিছু মানুষ সাহসের সঙ্গে দরজা খুলে বিষয়টি অন্যদের সঙ্গে শেয়ার করে। সত্য ঘটনাটি কী, তারা সাহসের সঙ্গে বলছেন।''

মেগান তার অভিজ্ঞতা তুলে ধরে মানুষের কাছে এই থ্যাংকস গিভিংয়ের ছুটিতে অন্যদের খোঁজখবর নেওয়ার আহ্বান জানান। গত বছরের ৬ মে প্রথম সন্তান জন্ম নেয় মেগান ও ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারির। তারা সন্তানের নাম রাখেন আর্চি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে