রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ০৯:০৮:২০

সেনা ঘাঁটিতে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ২৬ সেনা জওয়ান

সেনা ঘাঁটিতে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ২৬ সেনা জওয়ান

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের সেনা ঘাঁটিতে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ২৬ জন নিরাপত্তা রক্ষীর। সাম্প্রতিক কালে সে দেশে নিরাপত্তা রক্ষীদের নিশানা করে এটি অন্যতম রক্তক্ষয়ী হামলার ঘটনা।পূর্বের গজনী প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। 

এই অঞ্চলেই প্রতিনিয়ত নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তালিবানের যুদ্ধ চলে। গজনী হাসপাতালের অধিকর্তা বাজ মোহম্মদ হেমাত জানিয়েছেন, 'এখনও পর্যন্ত ২৬টি দেহ এখানে আনা হয়েছে। জখম হয়েছেন ১৭ জন। তারা প্রত্যেকেই সেনা কর্মী।' স্বরাষ্ট্রমন্ত্রী তারিক আরিয়ান জানিয়েছেন, 'এক সুইসাইড বোম্বার বিস্ফোরক বোঝাই একটি গাড়িতে বসে নিজেকে উড়িয়ে দেয়।' 

এই ঘটনার দায় এখনও কোনও সন্ত্রাসবাদী সংগঠন স্বীকার করেনি। দু'দিন আগেই বামিয়ানে সন্ত্রাসবাদী হামলায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তার রেশ কাটতে না-কাটতেই গজনীতে ভয়াবহ বিস্ফোরণে চিন্তার ভাঁজ পড়েছে নিরাপত্তা রক্ষীদের কপালে। শান্তি বৈঠকের মধ্যেই প্রতিনিয়ত আফগান সেনাকে নিশানা করে চলেছে তালিবান। যদিও তারা এই অভিযোগ মানতে নারাজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে