রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ১১:২৩:২৮

নেপাল সফর শেষে ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

নেপাল সফর শেষে ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি ঢাকায় আসছেন বলে জানিয়েছে নেপালের গণমাধ্যম কাঠমুন্ডু পোস্ট। একদিনের ঝটিকা সফরে ফেঙ্গি এখন নেপালে অবস্থান করছেন। ওই সফর শেষে তিনি বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।

এক অনলাইন প্রতিবেদনে কাঠমান্ডু পোস্ট জানায়, রোববার (২৯ নভেম্বর) নেপালের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক ছাড়াও দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। এর আগে নেপালের সরকারি বার্তা সংস্থা রাষ্ট্রীয় সমাচার সমিতি জানায়, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়েইকে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা।

এ সময় বিমানবন্দরে সাংবাদিকদের ওয়েই ফেঙ্গি বলেন, ''আমার সফরের লক্ষ্য চীন এবং নেপালের মধ্যে পারস্পরিক সামরিক সহায়তা বাড়ানো এবং দুই দেশের বিদ্যমান সম্পর্ক জোরদার করা। চীন ও নেপালের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। সেই সঙ্গে আমি এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এখানে এসেছি।''

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট আরও জানায়, চীনা প্রতিরক্ষামন্ত্রী নেপাল সফর শেষে বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন। গত বছরের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুই দিনের নেপাল সফরের পর এই প্রথম চীন সরকারের উচ্চ পর্যায়ের কেউ জরুরি প্রয়োজনে কাঠমান্ডু সফর করছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে