মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০২০, ১০:৫৯:৫২

কাশ্মীরে পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা অফিসার নিহত

কাশ্মীরে পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা অফিসার নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সীমান্তরেখায় পাকিস্তানি সেনার ছোঁড়া গুলিতে নিহত এক বিএসএফ অফিসার। ভারতীয় সেনার তরফেও পাকিস্তানের আক্রমণের পালটা জবাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শহিদ বিএসএফ অফিসার ৫৯ নম্বর ব্যাটেলিয়নের সদস্য ছিলেন।

বিএসএফের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, কোনও কারণ ছাড়াই এদিন রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাতে শুরু করে পাকিস্তান। তাদের ছোঁড়া গুলিতে বিএসএফের সাব ইন্সপেক্টর শহিদ হন। মৃত্যুর আগে ওই জওয়ান অসীম সাহসের পরিচয় দিয়েছেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে। যেভাবে শত্রুর গুলির জবাব দেওয়ার পাশাপাশি নিজের কয়েকজন সহকর্মীর প্রাণ বাঁচান ওই জওয়ান, তার ভূয়সী প্রশংসা করা হয় বিবৃতিতে। 

জানানো হয়েছে, নিজের কর্তব্যের প্রতি অবিচল থেকে লড়াই করার সময় শহিদ হন মণিপুরের ওই তরুণ। শহিদ জওয়ানের মরদেহ প্রথমে বিমানে ইম্ফলে পৌঁছবে। তারপর তার গ্রাম মণিপুরের মাফৌকুকিতে পৌঁছে দেওয়া হবে ওই দেহ। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে