বুধবার, ০২ ডিসেম্বর, ২০২০, ০১:৫৪:১০

যে একবার আজান শুনবে, সে দ্বিতীয়বার শোনার জন্য অপেক্ষা করবে: পান্ডুরাঙ

যে একবার আজান শুনবে, সে দ্বিতীয়বার শোনার জন্য অপেক্ষা করবে: পান্ডুরাঙ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের ক্ষমতাসীন দল শিবসেনার নেতা পান্ডুরাঙ সপকাল মুসলিমদের আজানের প্রতিযোগিতা করার পরামর্শ দিয়েছেন। প্রকাশ্যে আজান নিষিদ্ধের জন্য বিজেপির দাবির বিষয়ে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার ভারতীয় দৈনিক এ খবর দিয়েছে। সাংবাদিকদের শিবসেনার দক্ষিণ মুম্বাইয়ের প্রধান সপকাল বলেন, আজান শুধু পাঁচ মিনিটের হয়। মহাআরতির মতই গুরুত্বপূর্ণ আজান। শিবসেনার সহযোগী দলগুলিও সপকালের মন্তব্যকে সমর্থন করেছে।

শিবসেনার এই বক্তব্যের বিরোধিতা করে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, শিবসেনার কোনও এক সময় রাস্তায় নামাজ পড়া নিয়ে আপত্তি ছিল। কিন্তু এখন সেই আজানকেই সমর্থন করছে শিবসেনা।

সপকাল বলেন, ‘আমি মুসলিমদের উৎসাহিত করার জন্য মুম্বাইয়ের এক স্বেচ্ছাসেবক সংগঠনকে আজানের প্রতিযোগিতা করার পরামর্শ দিয়েছি। গীতা পাঠের প্রতিযোগিতার মতোন আজানের প্রতিযোগিতা করা দরকার বলে জানান তিনি।

তিনি আরও বলেন যে, ‘আমি মেরিন লাইনের কবরস্থানের পাশে থাকি। রোজ আজান শুনি। যে একবার আজান শুনবে, সে দ্বিতীয়বার শোনার জন্য অপেক্ষা করবে। আর এটা নিয়েই আজানের প্রতিযোগিতার কথা মাথায় আসে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে