শনিবার, ০৫ ডিসেম্বর, ২০২০, ০৭:৪৫:০১

ভারতের তৈরি করোনা ভ্যাকসিন নিয়ে করোনা আক্রান্ত হলেন স্বাস্থ্যমন্ত্রী!

ভারতের তৈরি করোনা ভ্যাকসিন নিয়ে করোনা আক্রান্ত হলেন স্বাস্থ্যমন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিন আগেই স্বেচ্ছাসেবক হিসেবে করোনার প্রতিষেধকের ট্রায়ালে অংশ নিয়েছিলেন৷ কোভ্যাক্সিনের একটি ডোজ দেওয়া হয়েছিল তাকে৷ তারপরেও করোনা আক্রান্ত হলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ৷ নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী৷

কিন্তু করোনার ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও কেন সংক্রামিত হলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী? ব্যাখ্যা দিতে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, অনিল ভিজ ভ্যাকসিনের একটি মাত্র ডোজ নিয়েছেন৷ নিয়ম অনুযায়ী, ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়ার কয়েকদিন পর থেকে মানবদেহে অ্যান্টি বডি তৈরি হতে শুরু হয়৷ সেই কারণেই আক্রান্ত হতে হয়েছে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রীকে৷

৬৭ বছর বয়সি অনিল ভিজ আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন৷ নভেম্বর মাসেই রাজ্যের প্রথম স্বেচ্ছাসেবক হিসেবে কোভ্যাক্সিন-এর তৃতীয় পর্যায়ের ট্রায়ালে অংশ নেন তিনি৷ কোভ্যাক্সিন তৈরি করছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক৷ একটি বিবৃতিতে সংস্থা জানিয়েছে, 'কোভ্যাক্সিন যেভাবে তৈরি করা হয়েছে তাতে দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর থেকে প্রতিষেধকের কার্যকারিতা শুরু হয়৷'

ইতিমধ্যেই কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করেছে ভারত বায়োটেক৷ প্রায় ২৬ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে এই প্রতিষেধ প্রয়োগ করা হবে৷ আইসিএমআর-এর সহযোগিতায় এই ট্রায়াল হবে৷ যা এখনও পর্যন্ত ভারতে করোনার সর্ববৃহৎ হিউম্যান ট্রায়াল বলে দাবি করা হচ্ছে৷ প্রথম দুই পর্যায়ে প্রায় ১০০০ জনের শরীরে কোভ্যাক্সিন প্রয়োগ করা হয়েছে৷ এখনও পর্যন্ত সুরক্ষা এবং প্রতিরোধ ক্ষমতা গড়ার নিরিখে এই ট্রায়ালের ফল যথেষ্ট ইতিবাচক বলে জানা গিয়েছে৷ সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে