শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১, ০১:৩৮:৩৪

এবার তুর্কি প্রেসিডেন্টকে ‘প্রিয় তৈয়ব’ বলে সম্বোধন করলেন ফরাসি প্রেসিডেন্ট

এবার তুর্কি প্রেসিডেন্টকে ‘প্রিয় তৈয়ব’ বলে সম্বোধন করলেন ফরাসি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন ইস্যুতে মতবিরোধের পর এবার চিঠি বিনিময় করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। এতে তারা সম্পর্ক পুনর্নির্মাণে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন।

দোহাভিত্তিক আল-জাজিরার খবর বলছে, ম্যাঁক্রোকে নতুন বছরে চিঠি লিখেছেন এরদোগান। গত বছরে ফ্রান্সে বেশ কয়েকটি হামলার জন্য দুঃখ প্রকাশ করেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলুর বরাতে শুক্রবার স্থানীয় গণমাধ্যম এসব খবর দিয়েছে। 

জবাবে চলতি সপ্তাহে খুবই ইতিবাচক চিঠি দিয়েছেন ম্যাঁক্রো। কাভুসগলু বলেন, চিঠিতে তুর্কি প্রেসিডেন্টকে ‘প্রিয় তৈয়ব’ বলে সম্বোধন করেছেন ম্যাক্রন। এরদোগানের সঙ্গে বৈঠকের জন্য তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপ ও তার দেশের জন্য তুরস্কের গুরুত্বের কথা উল্লেখ করেছেন ম্যাঁক্রো। কাজেই তুরস্কের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক গড়বেন এবং আসছে মেয়াদে এরদোগানের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এছাড়া সিরিয়া, লিবিয়াসহ আঞ্চলিক ইস্যুতে এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। বিস্তারিত তথ্য না দিয়ে ফরাসি কর্তৃপক্ষও এই চিঠি বিনিময়ের খবর নিশ্চিত করেছে। 

সাইপ্রাসের কাছে পূর্ব ভূমধ্যসাগরের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের দায়ে তুরস্কের বিভিন্ন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে একটি বড় তালিকা তৈরি করছে ইউরোপীয় ইউনিয়ন।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে