শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১, ১১:৪৯:৫৮

জো বাইডেনের পরামর্শদাতা টিমের গুরুত্বপূর্ণ পদে আরেক কাশ্মীরি নারী

জো বাইডেনের পরামর্শদাতা টিমের গুরুত্বপূর্ণ পদে আরেক কাশ্মীরি নারী

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনের টিমে স্থান পেলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ্মীরি আরেক নারী। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নবগঠিত 'ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল' (এনইসি) এ ঠাঁই দিয়েছেন বাইডেন।

জন্মসূত্রে কাশ্মীরি সামিরা ফাজিলি সংস্থার ডেপুটি ডিরেক্টরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। করোনা মহামারির কারণে আমেরিকার বিধ্বস্ত অর্থনীতি পুনরুজ্জীবিত করতে বিভিন্ন দিক নির্দেশনা দিবে সংস্থাটি। ফাজিলি এর আগে ফেডেরাল রিজার্ভ ব্যাঙ্ক অফ আটলান্টার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিভাগের ডিরেক্টর পদে ছিলেন।

বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন হোয়াইট হাউসে আর্থিক নীতিনির্ধারক পরিষদের পরামর্শদাতা হিসেবে তিনি কাজ করেছেন। সে সময় এনইসি এবং ট্রেজারি বিভাগের সিনিয়র অ্যাডভাইসর পদেও কাজ করেছেন তিন সন্তানের জননী ফাজিলি। তার জন্ম নিউইয়র্কের উইলিয়ামসভিলে। 

হার্ভার্ড কলেজ এবং ইয়েল ল'স্কুলে পড়ালেখা শেষ করে ফাজিলির কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। এরপর ছোট ব্যবসা, ক্ষুদ্র ঋণ, আবাসন ঋণ এবং গ্রাহক সম্পর্কিত বিষয়ের বিশেষজ্ঞ কাশ্মীরি বংশোদ্ভূত আমেরিকার আন্তর্জাতিক বিষয়ক আন্ডার সেক্রেটারির দফতরের নীতিনির্ধারক দলে কাজ করেছেন। এর আগে বাইডেন হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজি টিম-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আরেক কাশ্মীরি নারী আয়েশা শাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে