রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১, ০৯:১০:০৩

ইসলাম ধর্ম নয় রাজনৈতিক দল, মুসলমানরা যুদ্ধবাজ: গ্রিসের আর্চবিশপ

ইসলাম ধর্ম নয় রাজনৈতিক দল, মুসলমানরা যুদ্ধবাজ: গ্রিসের আর্চবিশপ

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের আর্চবিশপ দ্বিতীয় আয়ারমুস বলেছেন, ইসলাম কোনো ধর্ম নয়, এটি একটি রাজনৈতিক দল, ব্যবসা। এর অনুসারী মুসলমানরা যুদ্ধবাজ। শনিবার (১৬ জানুয়ারি) দেশটির টেলিভিশনে প্রচার হওয়া ভাষণে মুসলমানদের কটাক্ষ করে তিনি আরও বলেন, তারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে; এটাই ইসলামের চরিত্র।

ইসলামকে আক্রমণ করে অ্যাথেন্সের আর্শবিশপের এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন গ্রিসের মুসলমানরা। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আরও সংযতপূর্ণ বক্তব্য জরুরি। বিশেষ করে করোনা মহামারির সময় যখন সারা দুনিয়ার মানুষ আটকে পড়ে আছে। ওয়েস্টার্ন থ্রেস তুর্কি মাইনোরিটি কনসালটেশন কাউন্সিল (বিটিটিএডিকে) এক বিবৃতিতে জানায়, গ্রিসের আর্চবিশপের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।

কাউন্সিলের টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, করোনার মত কঠিন মহামারির সময়ে ইসলামবিরোধী বক্তব্যের বদলে আরও শান্তিপূর্ণ ভাষার ব্যবহার আমরা আশা করি। ওয়েস্টার্ন থ্রেসের তুর্কি ইউনিয়ন জানথি, আয়ারমুসের বক্তব্য শুধু ইসলামের বিরুদ্ধে আক্রমণ নয়, বিদ্বেষপূর্ণ বলেও অভিহিত করেছে।

ইউনিয়নের ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের বক্তব্য যথেষ্ট অপমানজনক। গ্রিসের চার্চ থেকে এমন ভাষার ব্যবহার পরিস্থিতিকে কঠিন সংকটে ফেলবে। এ ধরনের বক্তব্য গ্রিসে ইসলাম বিদ্বেষ এবং বিদেশিদের প্রতি ঘৃণা ছড়ানোর একটি জঘন্য উদাহরণ। ভাষা সংশোধনের পাশাপাশি আয়ারমুসকে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।

আর্চবিশপের বক্তব্যের সঙ্গে ধর্মতাত্ত্বিক বা ঐতিহাসিক তথ্যগত কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ওয়াস্টার্ন থ্রেস মাইনোরিটি উইথ হাই এডুকেশন (বিটিএওয়াইটিডি)। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটি পদে থেকে একজন আর্চবিশপের এমন বক্তব্যে আমরা ব্যথিত, বিস্মিত।

ইস্টার্ন ম্যাসিডোনিয়া অ্যান্ড থ্রেসের উপপ্রধান আহমেত ইবরাম এক বিবৃতিতে আর্চবিশপের বক্তব্যকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ইসলামের অন্যতম ধর্মীয় বিশ্বাস শান্তিতে বসবাস করা। কোনো ধর্মের প্রতি বিদ্বেষ ও শত্রুতা পোষণ কখনোই মেনে নেয়া যায় না। সূত্র : সময় টিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে