রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১, ০৯:৩৪:৫৫

মঙ্গলরা ধ্বংস করে বাগদাদ নগরী, জন্ম নেন মোহাম্মদ আলী

মঙ্গলরা ধ্বংস করে বাগদাদ নগরী, জন্ম নেন মোহাম্মদ আলী

আন্তর্জাতিক ডেস্ক : আজ ১৭ জানুয়ারি ২০২০, রোববার। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ১২৫৮ সালের এই দিনে মঙ্গলরা বাগদাদ নগরী অধিকার করে ও ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়।

১৮৪১ সালের এই দিনে বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ার নাম মাউন্ট এভারেস্ট রাখা হয়েছিল। ১৮৬৩ সালের এই দিনে ভার্জিনিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়। ১৯৪৬ সালের এই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন শুরু হয়। ১৯৭০ সালের এই দিনে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

১৫০৪ সালের এই দিনে পোপ চতুর্থ পায়াস জন্মগ্রহণ করেন। ১৭০৬ সালের এই দিনে মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাংকলিন জন্মগ্রহণ করেন। ১৯১৩ সালের এই দিনে রাডার যন্ত্রের পুরোধা স্যার এ্যাডওয়ার্ড ফেনিশি জন্মগ্রহণ করেন। ১৯৩৩ সালের এই দিনে প্রিন্স সদরউদ্দিন আগা খান জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালের এই দিনে বিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী যুক্তরাষ্ট্রে কেনটুকি অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে