বুধবার, ২০ জানুয়ারী, ২০২১, ১১:২৬:১৮

মিয়ানমারকে বিনামূল্যে করােনার ভ্যাকসিন দিবে ভারত

 মিয়ানমারকে বিনামূল্যে করােনার ভ্যাকসিন দিবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :  ভ্যাকসিন কূটনীতির অংশ হিসেবে মিয়ানমার, ফিলিপাইন ও মরিশাসসহ কয়েকটি বন্ধুত্বপূর্ণ দেশে নিজেদের উদ্ভাবিত ভারত বায়োটেকের কোভ্যাক্সিন বিনামূল্যে দেবে ভারত।আজ মঙ্গলবার ভারত সরকারের কাছ থেকে ভ্যাকসিনের আরও ৪৫ লাখ ডোজের চাহিদপত্র পেয়েছে ভারত বায়োটেক।

সূত্র থেকে জানা যায়, এই ৪৫ লাখ ডোজের মধ্যে আট লাখেরও বেশি ডোজ বিনামূল্যে দেওয়া হবে। ‘এগুলো বিভিন্ন দেশে সরবরাহ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা পর্যবেক্ষণ করা হবে।’

সূত্র জানায়, ‘কোভাক্সিনের আরও ৪৫ লাখ ডোজ সরবরাহ করার জন্য সংস্থাটি একটি চিঠি পেয়েছে। মন্ত্রণালয় আদেশ দিলেই সেগুলো পাঠানো হবে।’
ভারত বায়োটেক এর আগে দেশটির সরকারের কাছ থেকে ৫৫ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহের আদেশ পেয়েছিল এবং সরকারকে সাড়ে ১৬ লাখ ডোজ ভ্যাকসিন অনুদান হিসেবে দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে