বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ০৯:৪৪:২৭

ভারতে করোনা টিকা নেওয়ার পরই তিনজনের শ্বাসকষ্ট শুরু, শরীরের বিভিন্ন অংশে অ্যালার্জিও বের হয়

 ভারতে করোনা টিকা নেওয়ার পরই তিনজনের শ্বাসকষ্ট শুরু, শরীরের বিভিন্ন অংশে অ্যালার্জিও বের হয়

আন্তর্জাতিক ডেস্ক : করোনার প্রতিষেধক নেওয়ার কারণেই অসুস্থ দুর্গাপুরের তিন স্বাস্থ্যকর্মী? চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। ওই তিন স্বাস্থ্যকর্মীর মধ্যে ইতিমধ্যে দু'জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। সারা দেশের মতো এ রাজ্যেও শুরু হয়েছে টিকাকরণ। সেই মতো দুর্গাপুর নগর নিগম এলাকায় সৃজনী প্রেক্ষাগৃহেও গত শনিবার থেকে প্রথম সারির কোভিড যোদ্ধাদের জন্য শুরু হয়েছে টিকাকরণ। কিন্তু বৃহস্পতিবার টিকা নেওয়ার পরই তিনজন অসুস্থ হয়ে পড়েন।

কী কী সমস্যা হচ্ছিল তাঁদের? জানা গিয়েছে, টিকা নেওয়ার পরই ওই তিনজনের শ্বাসকষ্ট শুরু হয়। শরীরের বিভিন্ন অংশে অ্যালার্জিও বের হয়। তড়িঘড়ি তাঁদের মহকুমা হাসপাতালে আইসিইউ'তে ভরতি করা হয়। এই ঘটনার পরই টিকাকরণ বন্ধ করে দেওয়া হয়। দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ (স্বাস্থ্য) রাখি তিওয়ারি টিকাকরণ কর্মসূচী বন্ধ রাখার কথা জানিয়েছেন।

এর আগে গত শনিবার টিকা দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে এক নার্স হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় জোর আলোড়ন ছড়িয়ে পড়েছিল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। মগরাহাট ব্লক হাসপাতালে কর্মরত রুনা লায়লা নামের ওই নার্স ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে রুনার অসুস্থতা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নয় বলেই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু দুর্গাপুরের স্বাস্থ্যকর্মীদের সমস্যা টিকার কারণেই কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্য কোনও প্রতিষেধকে অ্যালার্জি থাকলে কি নেওয়া যাবে করোনার টিকা? রক্ত পাতলা করার ওষুধ খেলেও কি নেওয়া যাবে কোভিড ভ্যাকসিন? কিংবা হাইড্রক্সি-ক্লোরোকুইন অথবা স্টেরয়েড খেয়ে চলা ব্যক্তির ক্ষেত্রে কতটা কার্যকর হবে করোনার টিকা? ভ্যাকসিন নেওয়ার পর ৩০ মিনিট পর্যবেক্ষণে থাকার সময় কিছু সমস্যা হল না, অথচ শরীর খারাপ করল তার পর, এমন অবস্থাতেই বা টিকাপ্রাপকের কী করণীয়? গত কয়েক দিনে হাজার-হাজার চিকিৎসাকর্মীকে টিকা দেওয়ার পর এবার এই সব প্রশ্নের উত্তরই ভাবাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে।

কারণ, কোভিশিল্ডের উৎপাদক সিরাম ইনস্টিটিউট, কোভ্যাক্সিন প্রস্তুতকারক ভারত বায়োটেক কিংবা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় এই সব প্রশ্নের উত্তর আলাদা আলাদা। কিছু ক্ষেত্রে উত্তর মিললেও বিস্তর ফারাক আছে ব্যাখ্যায়। তাই অভিন্ন প্রোটোকল তৈরিই এখন প্রধান উদ্দেশ্য স্বাস্থ্য দপ্তরের। বুধবারই সম্প্রসারিত এইএফআই কমিটি তার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবারই দ্বিতীয় দফায় রাজ্যে ৬৯,৯০০ ভায়াল (৬.৯৯ লক্ষ ডোজ) ভ্যাকসিন আসার পর তা মজুত করা হয়েছে বাগবাজারের সেন্ট্রাল স্টোরে। অর্থাৎ, আগামী দিনে আরও বেশি কেন্দ্রে বেশি সংখ্যায় হবে করোনার টিকাকরণ। ফলে পাল্লা দিয়েই বাড়বে পার্শ্ব ও বিরূপ প্রতিক্রিয়ার ঘটনা। সে জন্যই এখন এ বিষয়ে জোর দিচ্ছেন স্বাস্থ্যকর্তারা।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে