শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১, ০৭:৩৮:০৫

এবার আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিল ইসরায়েল

এবার আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ইসরায়েল। ২০১৫ সালে ইরান এবং ছয় দেশের মধ্যে সই হওয়া পরমাণু চুক্তিতে আমেরিকা যদি আবার ফিরে আসে তাহলে দেশটির সঙ্গে সম্পর্ক রাখবেনা ইসরায়েল। চ্যানেল-১২ গত বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন যদি বারাক ওবামা প্রশাসনের পরিকল্পনা গ্রহণ করেন তাহলে তার সঙ্গে আলোচনার কোনো কিছু থাকবে না। তবে প্রতিবেদনে ইসরায়েলের শীর্ষ পর্যায়ের ওই কর্মকর্তা জো বাইডেনের কোনো পরিকল্পনার কথা বোঝাতে চেয়েছেন কিনা তা পরিস্কার করে বলা হয়নি। 

এদিকে ইংরেজি দৈনিক টাইমস অব ইসরায়েল ভিন্ন এক প্রতিবেদনে জানিয়েছে, ওই কর্মকর্তা ইরানের পরমাণু চুক্তিতে ফেরার কথা বলেছেন। ইসরায়েলের গণমাধ্যমে যেদিন এই রিপোর্ট প্রকাশ হয়েছে সেইদিনই ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে জো বাইডেন ক্ষমতা গ্রহণ করেছেন।

চ্যানেল১২- এর রিপোর্টে আরো বলা হয়েছে, মার্কিন প্রশাসন যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক সংকটের মধ্যে পড়বে। সূত্র: চ্যানেল১২, টাইমস অব ইসরায়েল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে