সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ০১:৫০:৫৪

ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মাঝে ভয়াবহ সংঘর্ষ

ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মাঝে ভয়াবহ সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-চিন উত্তেজনা এবার নতুন মোড় নিল। পূর্ব লাদাখে সীমান্ত বিবাদের আবহেই এবার সিকিম সীমান্তের কাছে নাকু লা-তে ভয়াবহ সংঘর্ষে জড়াল দু'দেশের সেনা। দিন তিনেক আগে দু'দেশের সেনা জওয়ানদের মধ্যে সংঘর্ষ বাধে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালায় লাল ফৌজ। আর তা রুখতেই সংঘর্ষ বাধে।

আরও জানা গিয়েছে, সিকিমে ইন্দো-চিন সীমান্তে দু'দেশের সেনাদের বাকবিতণ্ডা শুরু হয়। তবে, শেষ পর্যন্ত ভারতীয় ভূখণ্ডে চিনা বাহিনীর অনুপ্রবেশ রুখে দিয়েছে ভারতীয় সেনা। সংঘর্ষের ঘটনায় লাল ফৌজের বেশ কয়েকজন সেনা জওয়ান জখম হয়েছেন বলে খবর। যদিও স্বাভাবিকভাবেই চিনের পক্ষ তা স্বীকার করা হয়নি। অন্যদিকে, সংঘর্ষে ভারতীয় জওয়ানদেরও কয়েকজন জখম হয়েছেন বলে খবর মিলেছে।

উল্লেখ্য, পূর্ব লাদাখে সীমান্ত বিবাদ মেটাতে রবিবার ভারত-চিন কোর কমান্ডার স্তরের বৈঠক হয়। সেই বৈঠক সোমবার রাত আড়াইটেয় শেষ হয়।নবম পর্যায়ের বৈঠকের আবহে সিকিম সীমান্তে ভারত-চিন সেনা জওয়ানদের সংঘর্ষের ঘটনা দু'দেশের সম্পর্কে নয়া মোড় এনে দিল বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।-এই সময় 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে