মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১, ০৪:৩২:৩৭

মোল্লা আব্দুলগনির নেতৃত্বে ইরান সফরে গেলেন তালেবান নেতারা

মোল্লা আব্দুলগনির নেতৃত্বে ইরান সফরে গেলেন তালেবান নেতারা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবানের একটি রাজনৈতিক প্রতিনিধি দল তেহরান সফর করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদের উদ্বৃতি দিয়ে এ খবর দিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ইরনার প্রতিবেদনে বলা হয়, মোল্লা আব্দুলগনি বারাদার প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন।

খাতিবজাদে জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবং আগে থেকে সমন্বয়ের মাধ্যমে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। তালেবান প্রতিনিধি দলটি আজ (মঙ্গলবার) সকালে তেহরানে পৌঁছেছে জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিমানবন্দরে তার মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিনিধিদলটিকে স্বাগত জানিয়েছেন। খাতিবজাদে বলেন, তালেবান প্রতিনিধি দলটি এ সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ ইব্রাহিম তাহেরিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবে। 

এসব সাক্ষাতে আফগানিস্তানের চলমান শান্তি প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হবে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি চুক্তির পর কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনা চলমান রয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের পালা বদল হয়েছে। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পরই ইরান সফরে গেল তালেবান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে